images

অর্থনীতি

কৃষি ও সিএমএসএমই ঋণের প্রভিশনে কেন্দ্রীয় ব্যাংকের বড় ছাড়

জ্যেষ্ঠ প্রতিবেদক

২১ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ পিএম

কৃষি ও সিএমএসএমই ঋণের প্রভিশন সংরক্ষণে বড় ছাড় দিলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কৃষি ও সিএমএসএমই (কটেজ, মাইক্রো ও স্মল) খাতের ঋণের জন্য ব্যাংকগুলোকে আর ৫ শতাংশ প্রভিশন রাখার বাধ্যবাধকতা নেই। এই ঋণগুলোর জন্য শুধু ০.৫ শতাংশ প্রভিশন রাখলেই হবে।

রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এ পদক্ষেপের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, ব্যাংকগুলো ক্ষুদ্র কৃষি ও উদ্যোক্তা খাতে ঋণ বিতরণ আরও বাড়াবে, যা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়ক হবে।

এত দিনের সাধারণ নিয়ম অনুযায়ী, সব ধরনের ব্যাংক যেসব ঋণ দেয় তার গুণমান বিবেচনায় নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রভিশন হিসেবে জমা রাখতে হয়। কোনো ঋণ শেষ পর্যন্ত মন্দ ঋণে পরিণত হলে তাতে যেন ব্যাংক আর্থিকভাবে ঝুঁকিতে না পড়ে, সেজন্য এ প্রভিশন সংরক্ষণের নিয়ম রাখা হয়েছে। ব্যাংকের অশ্রেণিকৃত বা নিয়মিত ঋণের বিপরীতে দশমিক ২৫ থেকে ৫ শতাংশ হারে প্রভিশন রাখতে হয়। নিম্ন বা সাব-স্ট্যান্ডার্ড ঋণের বিপরীতে রাখতে হয় ২০ শতাংশ, সন্দেহজনক ঋণের বিপরীতে ৫০ শতাংশ এবং মন্দ বা কুঋণের বিপরীতে ১০০ শতাংশ প্রভিশন সংরক্ষণ করতে হয়।

প্রসঙ্গত, ব্যাংক খাতে লাগামহীনভাবে বাড়ছে খেলাপি ঋণ। গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ। ঝুঁকিপূর্ণ এসব ঋণের বিপরীতে প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণে ব্যর্থ হয়েছে সরকারি ও বেসরকারি খাতের ২৬টি ব্যাংক। এসব ব্যাংক প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি রাখতে পারেনি। ফলে এই ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকা।

টিএই/এএস