images

অর্থনীতি

ডলার বাজারে নতুন ঊর্ধ্বমুখী, খোলাবাজারে বেড়ে ১২৬ টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক

২০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম

দেশে পঞ্জিকা বছর শেষের দিকে খোলাবাজারে মার্কিন ডলারের দাম ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। যদিও নগদ ডলারের সরবরাহ যথেষ্ট, তবুও দাম বাড়ছে। বর্তমান সময়ে প্রতি ডলারের দাম ১২৫ টাকা ২০ পয়সা থেকে ১২৬ টাকা পর্যন্ত পৌঁছেছে। গত সপ্তাহে ডলারের সর্বোচ্চ দাম ছিল ১২৪ টাকা ৮০ পয়সা, অর্থাৎ এক দিনের ব্যবধানে ডলারের দাম বেড়েছে অন্তত ১ টাকা ২০ পয়সা। ব্যাংকগুলোর সর্বোচ্চ রেট ছিল ১২২ টাকা ৩০ পয়সা, এর তুলনায় খোলাবাজারে ডলারের দাম ৩ টাকা ৭৯ পয়সা বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাজধানীর মতিঝিল, পল্টন, এবং ফকিরাপুল এলাকা পরিদর্শন করে দেখা গেছে, খোলাবাজারে গত সপ্তাহে প্রতি মার্কিন ডলারের সর্বোচ্চ মূল্য ছিল ১২৪ টাকা ৮০ পয়সা। কয়েক মাস ধরে নগদ ডলারের দাম প্রায় একই পর্যায়ে ছিল, তবে শনিবার তা বেড়ে ১২৫ টাকা থেকে ১২৬ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা যায়। গত সপ্তাহে মানি চেঞ্জারদের ঘোষিত ডলার ক্রয়ের মূল্য ছিল ১২৩ টাকা ৮০ পয়সা এবং সর্বোচ্চ বিক্রয়মূল্য ছিল ১২৪ টাকা ৮০ পয়সা। কিন্তু শনিবার খোলাবাজারে ক্রয়মূল্য ছিল ১২৪ টাকা ২০ পয়সা এবং বিক্রয়মূল্য ছিল ১২৫ টাকা ২০ পয়সা।

দিলকুশার একটি মানি চেঞ্জার দোকানের বিক্রয়কর্মী জানিয়েছেন, শনিবার প্রতি ডলার ১২৫ থেকে ১২৬ টাকায় বিক্রি হয়েছে, অথচ গত সপ্তাহে তা সর্বোচ্চ ১২৪ টাকার কাছাকাছি ছিল।

সংশ্লিষ্টরা জানান, বছরের শেষের দিকে বিদেশে ভ্রমণ এবং চিকিৎসার জন্য ডলারের চাহিদা বাড়ে। তবে ভারত, ভুটান ও মালয়েশিয়ার মতো কিছু দেশ ভিসা কড়াকড়ি বাড়ানোর ফলে বিদেশ যাত্রীর সংখ্যা কমতে পারে। তবুও, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইউরোপ এবং আমেরিকার মতো দেশে যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাবে, যেখানে ডলারের খরচও বেশি।

অনেকেই ব্যাংক থেকে ডলার না পেয়ে খোলাবাজারে ডলার কিনছেন, আবার কিছু মানুষ নগদ ডলার সংগ্রহ করে সঞ্চয় করছেন। এই সব কারণেই খোলাবাজারে ডলারের চাহিদা বেড়েছে এবং দামও বৃদ্ধি পেয়েছে।

গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক ১৩টি ব্যাংক থেকে মোট ১৪ কোটি ১৫ লাখ মার্কিন ডলার কিনেছে, প্রতি ডলারের দাম ছিল ১২২.২৯ টাকা থেকে ১২২.৩০ টাকা। চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক নিলাম পদ্ধতিতে মোট ২৮৭ কোটি ১৫ লাখ ডলার (প্রায় ২.৮৭ বিলিয়ন) কিনেছে।

মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব গৌতম দে জানান, ভারতসহ বেশ কিছু দেশ ভিসা কড়াকড়ি করার ফলে মানুষ বিকল্প হিসেবে অন্য দেশে যাওয়ার পরিকল্পনা করছে। এতে খোলাবাজারে ডলারের চাহিদা বেড়েছে। তিনি জানান, বর্তমানে আনুষ্ঠানিকভাবে ১২৫ টাকা ২০ পয়সা দরে ডলার বিক্রি করা হচ্ছে, তবে কেউ আরও বেশি দামে কিনছে বলে জানা নেই। নতুন ঘোষিত দর রোববার বাংলাদেশ ব্যাংকে জানিয়ে দেওয়া হবে।

টিএই/এআর