ঢাকা মেইল ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ এএম
পেঁয়াজের বাজার সহনীয় রাখতে ১৫ ও ১৬ ডিসেম্বর দুদিনের জন্য প্রতিদিন ৫৭৫টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হয়েছে।
প্রত্যেকটি আইপিতে পূর্বের ন্যায় সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, আবেদনের বিষয় আগের মত বহাল থাকবে। গত ১ আগস্ট থেকে যে সকল আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল এই দুদিন পুনরায় আবেদন করতে পারবেন। একজন আমদানিকারক একবারের জন্য এ সুযোগ পাবেন।
/এএস