images

অর্থনীতি

বায়োজিন কসমেসিউটিক্যালস আনল ‘ডার্মাস্ক্যান এআই স্কিন অ্যানালাইজার’

ফিচার ডেস্ক

১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ এএম

বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন কসমেসিউটিক্যালস যুগান্তকারী ‘বায়োজিন ডার্মা স্ক্যান এআই স্কিন অ্যানালাইজার’ আনুষ্ঠানিকভাবে বাজার উন্মোচন করেছে। রাজধানীর মিরপুর ডিওএইচএস কালচারাল সেন্টারে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন প্রযুক্তিনির্ভর সেবার যাত্রা শুরু হলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়োজিন কসমেসিউটিক্যালস-এর সিইও ও প্রতিষ্ঠাতা মুহাম্মদ জাহিদুল হক, জেনারেল ম্যানেজার জান্নাতুল ফেরদৌস, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। 

‘বায়োজিন ডার্মা স্ক্যান এআই স্কিন অ্যানালাইজার’ আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ব্যক্তিভেদে ত্বকের প্রকৃত অবস্থা বিশ্লেষণের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই ডার্মাস্ক্যান ব্যবহারের মাধ্যমে ত্বকের ধরন ও সমস্যার ভিত্তিতে নির্ভুলভাবে একটি রিপোর্ট পাওয়া যায়। এটি পার্সোনালাইজড এবং বিশ্বাসযোগ্য ডার্মো-কসমেটিকস-এর পরামর্শ দেয়, যা একজন ব্যবহারকারী চাইলে সরাসরি অর্ডারও করতে পারবেন। আগ্রহীরা বায়োজিনের অফিসিয়াল ওয়েবসাইটে (https://bioxin.com/skin-analyzer) গিয়ে নিজের ত্বকের অবস্থা যাচাই করতে পারবেন।

বায়োজিন কসমেসিউটিক্যালস-এর সিইও ও প্রতিষ্ঠাতা মুহাম্মদ জাহিদুল হক বলেন, ‘আজকের দিনটি শুধু বায়োজিনের জন্য নয়, বরং বাংলাদেশের পুরো স্কিনকেয়ার ইন্ডাস্ট্রির জন্য একটি যুগান্তকারী উদ্যোগ। ডার্মা স্ক্যান এআই স্কিন অ্যানালাইজারের মাধ্যমে আমরা বিজ্ঞানভিত্তিক স্কিনকেয়ারকে প্রত্যন্ত অঞ্চলসহ সারা বাংলাদেশে সবার জন্য সহজলভ্য করতে চাই, যাতে সবাই তাদের ত্বক সম্পর্কে সঠিক ধারণা পায় এবং ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী নির্ভরযোগ্য সমাধান গ্রহণ করতে পারে।’

জেনারেল ম্যানেজার (অপারেশনস) জান্নাতুল ফেরদৌস বলেন, ‘বায়োজিনে আমাদের লক্ষ্য সবসময়ই নিরাপদ, কার্যকর ও ফলপ্রসূ স্কিনকেয়ার সেবা দেওয়া। এআই অ্যানালাইজার প্রযুক্তি ও সৌন্দর্যের মধ্যে সেতু বন্ধন আমাদের সেই লক্ষ্যকে আরও শক্তিশালী করেছে এবং গ্রাহকদের ত্বকের যত্নে একটি স্মার্ট ও আধুনিক সমাধান উপহার দিচ্ছে বায়োজিন।’

Bio-Xin__PR_Picture

মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম বলেন, ‘বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মানুষের জন্য ডার্মা স্ক্যান এআই স্কিন অ্যানালাইজার ত্বকের যত্নে একটি নতুন মাত্রা যোগ করলো। এখন স্কিনকেয়ার নিয়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। বিজ্ঞানসম্মত, পার্সোনালাইজড সলিউশন এখন সবার হাতের মুঠোয়।’

উদ্ভাবন, মান এবং গ্রাহকের আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বায়োজিন কসমেসিউটিক্যালস ধারাবাহিকভাবে দেশের স্কিনকেয়ার ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। ডার্মা স্ক্যান এআই স্কিন অ্যানালাইজার, বৈজ্ঞানিকভাবে উন্নত স্কিনকেয়ার সেবার মাধ্যমে ত্বকের প্রকৃত সৌন্দর্য আবিষ্কারে বায়োজিনের অঙ্গীকার আরও দৃঢ় করলো।

বায়োজিন কসমেসিউটিক্যালস বাংলাদেশের শীর্ষ স্কিনকেয়ার ব্র্যান্ড, যা পার্সোনালাইজড, কার্যকর, নিরাপদ ও ফলপ্রসূ স্কিনকেয়ার সমাধান দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সবার হাতের মুঠোয় এই প্রযুক্তি এনে দিয়ে স্কিনকেয়ার ইন্ডাস্ট্রিতে নতুন এক সম্ভাবনা উম্মোচন করলো বায়োজিন।

এজেড