images

অর্থনীতি

দুই লাখের পর ধাপে-ধাপে টাকা ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক

১০ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ এএম

সমস্যাগ্রস্ত পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক–এর আমানত ফেরত স্কিমের খসড়া প্রস্তুত করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন স্কিমে প্রথম ধাপে আমানত বীমা তহবিল থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা পাওয়া যাবে। এরপর যাদের হিসাবে দুই লাখের বেশি আছে, তারা প্রতি তিন মাস পর এক লাখ টাকা করে তুলতে পারবেন দুই বছর পর্যন্ত।

এ জন্য পাঁচ ব্যাংকের কাছে ২৭ ধরনের গ্রাহক তথ্য চেয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তথ্য যাচাই শেষ হলে দ্রুত স্কিম ঘোষণা হবে।

মঙ্গলবার ব্যাংকের প্রস্তাবিত চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়াকে নিয়ে বাংলাদেশ ব্যাংকে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়, যেখানে গভর্নর ড. আহসান এইচ মনসুরসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, একই ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট থাকলেও আমানত বীমার আওতায় সর্বোচ্চ দুই লাখ টাকাই পাওয়া যাবে। যাদের হিসাবে দুই লাখ টাকা বা কম আছে, তারা স্কিম ঘোষণার পর পুরো টাকাই তুলতে পারবেন। তবে ৬০ বছরের বেশি বয়সী এবং ক্যান্সারের মতো গুরুতর রোগে আক্রান্ত গ্রাহকদের ক্ষেত্রে উত্তোলন সীমা শিথিল থাকবে।

শরিয়াহভিত্তিক সোশ্যাল ইসলামী, এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক মিলে গঠিত নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা—এর মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি, আর বাকি ১৫ হাজার কোটি টাকার শেয়ার দেওয়া হবে আমানতকারীদের।

এসব ব্যাংকে বর্তমানে ৭৫ লাখ গ্রাহকের আমানত প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা, যার বিপরীতে ঋণ রয়েছে ১ লাখ ৯২ হাজার কোটি টাকা; গড়ে ৭৭ শতাংশই খেলাপি।

টিএই/এএস