জ্যেষ্ঠ প্রতিবেদক
০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম
কুটির, ক্ষুদ্র, অতিক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে বর্তমানে ঋণ ঘাটতি একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তারা বলছেন, এ খাতে ঋণ ঘাটতির পরিমাণ প্রায় ২৮০ কোটি ডলার। এছাড়া নারী মালিকানাধীন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোর ৬৫ শতাংশই এখনো অপ্রাতিষ্ঠানিক অর্থায়নের (অনানুষ্ঠানিক অর্থ) ওপর নির্ভরশীল।
সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১২তম জাতীয় এসএমই পণ্য মেলার দ্বিতীয় দিনে আয়োজিত ‘স্বয়ংক্রিয় উদ্ভাবনের মাধ্যমে সিএমএসএমই-এর অগ্রযাত্রাকে রূপদান’ শীর্ষক সেমিনারে এসব তথ্য জানানো হয়।
এসএমই ফাউন্ডেশনের সভাপতি মো. মুসফিকুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। এসময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শাহ জিয়াউল হক।
প্রবন্ধ উপস্থাপনকালে তিনি জানান, সিএমএসএমই খাতে জামানত এবং সম্পদের মালিকানার অভাব রয়েছে। এ শিল্পগুলোর জন্য ঋণ গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় গ্যারান্টি বা নিজস্ব সম্পদের অধিকারের অভাব একটি বড় সমস্যা।
‘বৃহত্তর বাজারের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ অত্যন্ত কম। পর্যাপ্ত অর্থ এবং অনলাইনে নিজেদের উপস্থিতি বা ছাপ তৈরি করার সীমিত সুযোগ রয়েছে। প্রযুক্তিগত জ্ঞান এবং অর্থ সংক্রান্ত জ্ঞানের মধ্যে একটি স্পষ্ট ঘাটতি দেখা যায়।’
টিএই/এএইচ