নিজস্ব প্রতিবেদক
০৪ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ এএম
শেয়ারবাজারে অনিয়মের ঘটনায় গত নভেম্বর মাসে এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে মোট ১৬ কোটি ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এর মধ্যে একজনকে ৫ কোটি টাকা এবং তিন প্রতিষ্ঠানকে মোট ১১ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সর্বশেষ হালনাগাদি ইতর তো উঠে এসেছে।
বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ পৃথক চারটি আদেশের মাধ্যমে এসব জরিমানা আরোপ করে। ব্যক্তির বিরুদ্ধে আদেশ জারি হয় ১৬ নভেম্বর এবং তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৬ নভেম্বর।
জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- আইএফআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সরোয়ার। তাকে ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইসলাম এন্টারপ্রাইজকে ৫ কোটি ২৫ লাখ টাকা, রাইয়ান ট্রেডিংকে ২ কোটি ৭৩ লাখ টাকা এবং ফারুক এন্টারপ্রাইজকে ৩ কোটি ১২ লাখ টাকা জরিমানা করা হয়।
বিএসইসি জানায়, উল্লিখিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন বিশ্লেষণে দেখা গেছে— তাদের কার্যক্রম সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর সেকশন ২২ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ১৮ লঙ্ঘন করেছে, যা শাস্তিযোগ্য অপরাধ। এজন্য কমিশন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করেছে।
আদেশে বলা হয়েছে, জরিমানার অর্থ ৩০ দিনের মধ্যে কমিশনের অনুকূলে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ না করলে সিকিউরিটিজ আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআর/ এজে