images

অর্থনীতি

কাঁচা মরিচে ক্রেতাদের স্বস্তি, কেজিতে কমেছে ১০০ টাকা

নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর ২০২৫, ১২:৪৯ পিএম

মাত্র এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের বাজারে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে। রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি মরিচের দাম কমেছে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত। সরবরাহ স্বাভাবিক হওয়ায় এই মূল্যহ্রাসে খুশি সাধারণ ক্রেতারা। স্বস্তির বাজারে বর্তমান দর নিয়ে আছে ব্যবসায়ীদের শঙ্কা। ব্যবসায়ীরা বলেন, আবার হালকা বৃষ্টি হলেই পাইকারি বাজারে দাম বাড়ানো হতে পারে। তবে, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে দামের ব্যবধান প্রায় ১০০-১২০ টাকা।

‎মোহাম্মদপুর, মিরপুর ও ঝিগাতলাসহ রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহেও প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৩৮০ থেকে ৪০০ টাকায়। বর্তমানে সেই দাম নেমে এসেছে ২৬০ থেকে ২৪০ টাকায়। কিছু এলাকায় খুচরা বাজারে ১৮০-২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

‎মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে বাজার করতে আসা গৃহিণী নাসরিন আক্তার বলেন, গত সপ্তাহে মরিচ কিনতেই ভয় লাগত। এখন দাম অনেকটা কমেছে। তাতে অন্তত রান্নায় আর কৃপণতা করতে হচ্ছে না। কম দামে কাঁচা মরিচ কিনতে পারছি।

‎আরেক ক্রেতা ওয়াদুদ হক বলেন, সবজির বাজারে এমনিতেই সব কিছুর দাম বেশি। তবে, আজ বাজার করতে এসে একটু স্বস্তি পেয়েছি। কারণ, কাঁচা মরিচের দাম একটু কম। গত সপ্তাহে যে মরিচ ৩৫০ টাকা দরে কিনেছি। আজকে সেই কাঁচা মরিচ ২৪০ টাকা দরে কিনলাম। এভাবে সব সবজির দাম কমলে আমাদের মতো মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত সবাই তৃপ্তি মতো খেয়ে বাঁচতে পারব।

অন্যদিকে ব্যবসায়ীরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে নতুন ফসল বাজারে আসায় সরবরাহ বেড়েছে। পাশাপাশি সীমান্তপথে ভারত থেকেও কিছু কাঁচা মরিচ আমদানি হওয়ায় বাজারে চাহিদা-সরবরাহের ভারসাম্য ফিরেছে।

‎টাউন হল বাজারের খুচরা ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, গত সপ্তাহে পাইকারিতে মরিচ ছিল ২৫০ টাকার ওপরে, এখন বিক্রি হচ্ছে ১৫০থেকে ১৮০ টাকায়। সরবরাহ ভালো থাকলে দাম আরও কমবে।

‎ঝিগাতলা কাঁচা বাজারের আরেক ব্যবসায়ী সবুর মিয়া বলেন, গত সপ্তাহে কাঁচা মরিচের দাম নিয়ে কয়েকজন ক্রোতার সাথে কথা কাটাকাটি হয়েছে। আমরা কোনোভাবেই ক্রেতাদের বোঝাতে পারি না এটাতে আমাদের হাত নেই। কিন্তু আজ কাঁচা মরিচের দাম দেখে ক্রেতারা খুশি। আজকের দর নিয়ে তাদের কোনো অভিযোগ নেই।

‎এদিকে টিসিবির সর্বশেষ বাজার বিশ্লেষণেও দেখা গেছে, এক সপ্তাহে কাঁচা মরিচের দাম কমেছে প্রায় ৪০ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, এই স্বস্তি টেকসই করতে হলে বাজার মনিটরিং ও সরবরাহ চেইন সচল রাখতে হবে।

‎একেএস/এফএ