images

অর্থনীতি

ব্যান্ডউইথের অর্থ পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩১ আগস্ট ২০২৫, ০৯:৩০ পিএম

বিদেশি প্রতিষ্ঠান থেকে কেনা ইন্টারনেট ব্যান্ডউইথ সেবার মূল্য পরিশোধে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে না। এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো নির্দিষ্ট শর্ত মেনে সরাসরি অর্থ পাঠাতে পারবে। একইসঙ্গে বিদেশি ঠিকাদারের অনুকূলে পারফরম্যান্স গ্যারান্টি ইস্যুর ক্ষমতাও ব্যাংকগুলোর ওপর ন্যস্ত করা হয়েছে।

এ বিষয়ে রোববার (তারিখ উল্লেখ নেই) একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যান্ডউইথ সেবা কেনার জন্য বৈদেশিক অর্থ পাঠাতে হলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন, কর সনদ, ইনভয়েস এবং নিরীক্ষিত হিসাবসহ প্রয়োজনীয় সব নথি ব্যাংকে জমা দিতে হবে। এ ছাড়া সেবাদাতার বৈধ লাইসেন্স ও চুক্তির কপিও সংযুক্ত করতে হবে। সব ধরনের তথ্য যাচাই করে অর্থ প্রেরণ করবে সংশ্লিষ্ট ব্যাংক, তবে ফাইল ব্যাংকের কাছে সংরক্ষণ করতে হবে যাতে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে প্রদর্শন করা যায়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, অর্থ প্রেরণের ক্ষেত্রে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ-সংক্রান্ত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে। ভুল বা অতিরিক্ত অর্থ পাঠানো হলে তা অবিলম্বে দেশে ফেরত আনার জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছ থেকে অঙ্গীকারনামা নিতে হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বিদেশি ঠিকাদার ও আমদানিকারকদের অনুকূলে পারফরম্যান্স বন্ড বা গ্যারান্টি ইস্যুতে ব্যাংকগুলোকে সাধারণ অনুমোদন দেওয়া হয়েছে। ফলে স্থানীয় রপ্তানিকারক ও সাব-কন্ট্রাক্টরদের পক্ষে গ্যারান্টি দিতে ব্যাংকগুলোর আর কেন্দ্রীয় ব্যাংকের অনুমতির প্রয়োজন হবে না। এতে রফতানি বাণিজ্য ও প্রকল্প বাস্তবায়ন সহজ হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, ‘বিদেশি ঠিকাদাররা স্থানীয় সাব-কন্ট্রাক্টরের মাধ্যমে কাজ করে। তাদের জন্য গ্যারান্টি ইস্যুর প্রক্রিয়া সহজ হওয়ায় প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত হবে এবং বৈদেশিক মুদ্রার প্রবাহও বাড়বে।’

খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, নতুন নির্দেশনার ফলে ইন্টারনেট সেবার উপকরণ হিসেবে ব্যান্ডউইথের মূল্য পরিশোধ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। এতে সময় বাঁচবে এবং বৈদেশিক লেনদেন আরও সহজ হবে।

উল্লেখ্য, প্রতি একক সময়ে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যত বিট স্থানান্তর করা যায়, তাকে ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ বলা হয়। এর একক হলো বিপিএস (বিট পার সেকেন্ড)।

টিএই/জেবি