নিজস্ব প্রতিবেদক
১৪ আগস্ট ২০২৫, ০২:২৩ পিএম
বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের (বাফা) সাধারণ সদস্যরা বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়োগকৃত প্রশাসককে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন। তারা জানান, সাত কার্যদিবসের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হবে এবং প্রয়োজনে কর্মবিরতিও হবে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের ব্যাপারে জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাফা দেশের আমদানি-রফতানির প্রায় শতভাগ কার্যক্রম পরিচালনা করে এবং ১ হাজার ১৮৮ সদস্যের এই সংগঠন কাস্টমস, বন্দর, বাংলাদেশ ব্যাংক, শিপিং লাইন ও এয়ারলাইন্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে। গত জুনে বাণিজ্য মন্ত্রণালয় হঠাৎ নির্বাচিত পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ দেয়, যা সংগঠন ও ফ্রেইট ফরওয়ার্ডিং খাতের জন্য মারাত্মক ক্ষতিকর সিদ্ধান্ত হিসেবে ধরা হচ্ছে।
সদস্যদের অভিযোগ, প্রশাসক নিয়োগের ৭০ দিন পার হলেও নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি, বরং দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ সময় তিনি বিদেশে ছিলেন। এছাড়া, প্রশাসক এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা তার এখতিয়ার বহির্ভূত।
তাদের দাবি, গ্রস ইনভয়েসে অগ্রিম আয়কর (১.৫০ শতাংশ), ১ শতাংশ টার্নওভার ট্যাক্স, চট্টগ্রাম বন্দরের ট্যারিফ ও হ্যান্ডলিং চার্জ বৃদ্ধি, আইজি/ইজিএম জটিলতা— এসব সংকটময় পরিস্থিতিতে একজন অদক্ষ প্রশাসকের নিয়োগ সংগঠনের কার্যক্রম ব্যাহত করছে।
বাফার সাধারণ সদস্যরা ২০২২ সালের বাণিজ্য সংগঠন আইন লঙ্ঘনের অভিযোগও তুলেছেন। তারা বলেন, আইন অনুযায়ী পরিচালনা পর্ষদ বিলুপ্ত করার আগে লিখিত নোটিশ প্রদান ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া বাধ্যতামূলক হলেও তা মানা হয়নি।
সংবাদ সম্মেলনে বাফার সাবেক সভাপতি কবির আহমেদ, সাধারণ সদস্য বেলায়েত, কামাল আহমেদ, আজিজুর রহমান মজুমদার, নুরুদ্দীন, জন এন মন্ডল, সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এএইচ/এফএ