images

অর্থনীতি

আরও ৫ পোশাক কারখানা লিড সার্টিফায়েড

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট ২০২৫, ০২:৩৩ পিএম

বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাত সবুজ শিল্পায়নের পথে আরেকটি গৌরবোজ্জ্বল মাইলফলক স্পর্শ করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক ইউএসজিবিসি থেকে লিড সার্টিফিকেশন পেয়েছে আরও ৫টি কারখানা।

এর ফলে দেশে মোট লিড সার্টিফায়েড কারখানার সংখ্যা দাঁড়ালো ২৫৮টি, যার মধ্যে ১০৯টি প্লাটিনাম ও ১৩৩টি গোল্ড সার্টিফিকেটপ্রাপ্ত। এতে আবারও প্রমাণিত হলো, পরিবেশবান্ধব পোশাক উৎপাদনে বাংলাদেশ বিশ্বে শীর্ষস্থানে রয়েছে।

নতুন যে পাঁচটি কারখানা লিড সার্টিফিকেশন পেয়েছে, সেগুলো হলো—

১. সাউথ অ্যান্ড সোয়েটার কো. লিমিটেড (আশুলিয়া, ঢাকা) – প্লাটিনাম, ৮৫ পয়েন্ট
২. পুরবানি ফ্যাশন লিমিটেড (বেলকুচি, সিরাজগঞ্জ) – প্লাটিনাম, ৮৩ পয়েন্ট
৩. কেডিএস ফ্যাশন লিমিটেড (নাসিরাবাদ, চট্টগ্রাম) – প্লাটিনাম, ৮৪ পয়েন্ট
৪. রাইদা কালেকশনস লিমিটেড (ভালুকা, ময়মনসিংহ) – প্লাটিনাম, ৯০ পয়েন্ট
৫. টেক্সইউরোপ বিডি লিমিটেড (গাজীপুর) – গোল্ড, ৭০ পয়েন্ট

উল্লেখ্য, বিশ্বের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত শীর্ষ ১০০টি লিড সার্টিফায়েড ভবনের মধ্যে ৬৮টিই এখন বাংলাদেশের, যা বৈশ্বিক অঙ্গনে দেশের অসাধারণ সবুজ পারফরম্যান্সের প্রতিফলন।

বাংলাদেশের পোশাক শিল্প আজ শুধু টিকে থাকার লড়াই করছে না, বরং বিশ্বে সবুজ ও দায়িত্বশীল উৎপাদনের ভবিষ্যত গঠনে নেতৃত্ব দিচ্ছে।

এমআর/এএস