images

অর্থনীতি

বৃষ্টির প্রভাবে চাঙা সবজির বাজার, পেঁয়াজে উল্লম্ফন

নিজস্ব প্রতিবেদক

০৮ আগস্ট ২০২৫, ১১:২৪ এএম

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টির প্রভাবে সবজির বাজারে চাঙা দাম বিরাজ করছে। সরবরাহ কমে যাওয়ায় বেশিরভাগ সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পেঁয়াজের বাজারে। গত এক সপ্তাহে দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়।

শুক্রবার (৮ আগস্ট) যাত্রাবাড়ী, শ্যামবাজার কৃষিপণ্যের আড়তে ঘুরে দেখা গেছে, বৃষ্টির কারণে গ্রামীণ হাটবাজার থেকে সবজির সরবরাহ কমে এসেছে। ফলে করলা, বেগুন, পটল, চিচিঙ্গা, ঝিঙে, লাউ, ঢেঁড়সসহ মৌসুমি সবজির দাম বেড়েছে। শসার কেজি ৭০ থেকে ৮০ টাকা, বেগুন ৭৫ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৭০ থেকে ৮০ টাকা, কাঁকরোল ৬৫ থেকে ৭৫ টাকা, কচুর ছড়া ৭০ টাকা, চিচিঙ্গা ও ঝিঙে প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। 

পাইকারি ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টির কারণে ক্ষেত থেকে সবজি সংগ্রহে সমস্যা হচ্ছে। পাশাপাশি পরিবহন ব্যয়ও বেড়েছে। এর ফলে পাইকারি দামের সঙ্গেই খুচরা দামের ফারাকও বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, পেঁয়াজের বাজারে অস্বাভাবিক উল্লম্ফন দেখা গেছে। সপ্তাহের ব্যবধানে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে রান্না কাজে অতি প্রয়োজনীয় এই পণ্য। বর্তমানে ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে মসলা জাতীয় এই পণ্য। 

ব্যবসায়ীদের দাবি, মৌসুমি পেঁয়াজের মজুত কমে আসা এবং আমদানি নির্ভরতা বেড়ে যাওয়ার কারণে দাম হঠাৎ বেড়েছে। যদি আবহাওয়া অনুকূলে না আসে, তবে আগামী সপ্তাহে পেঁয়াজ ও সবজির দাম আরও বাড়ার আশঙ্কা করছেন তারা।

ব্যবসায়ী শামীম জানান, ৪-৫ দিন আগে পেঁয়াজের দাম ছিল ৫৫ থেকে ৬০ টাকা, এখন বিক্রি করতে হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় আমরাও কিছুটা অস্বস্তিতে পড়েছি। গ্রাহক এসেই প্রথমে দাম শুনে ধাক্কা খায়।

যাত্রাবাড়ীতে বাজার করতে আসা গৃহিণী সাবিনা আক্তার ঢাকা মেইলকে বলেন, প্রতিদিন বাজারে গিয়ে নতুন দামের ধাক্কা খাচ্ছি। কয়েক দিন আগেও যে সবজি ৫০ টাকায় কিনতাম, এখন তা ৭০-৮০ টাকা। পেঁয়াজের দামও হাতের বাইরে চলে গেছে।

রায়হান নামের অপর ক্রেতা বলেন, প্রতিনিয়ত খরচের পাল্লা ভারি হচ্ছে। বাজারে আসলে অস্বস্তি হচ্ছে। সব কিছুর দাম দিন দিন বাড়ছে। 

বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতি সামাল দিতে সরবরাহ চেইন সচল রাখা, পরিবহন খরচ নিয়ন্ত্রণ ও প্রয়োজন হলে দ্রুত আমদানির ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি বাজার মনিটরিং জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা, যাতে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করতে না পারে।

ভোক্তারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের দাম বাড়ায় পরিবারের মাসিক ব্যয় বেড়ে যাচ্ছে। তারা বাজার নিয়ন্ত্রণে সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।

এমআর/এফএ