নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই ২০২৫, ০৫:২০ পিএম
চীনের উন্নত সিরামিক প্রযুক্তি বাংলাদেশের শিল্পে স্থানান্তর ও বিনিয়োগের সুযোগ তৈরি করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ।
আজ রোববার (২০ জুলাই) বিসিএমইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে এশিয়ান সিরামিকস টেকনোলজি ৫০ ফোরাম, ঢাকার বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্ধুপ্রতীম দুই দেশ চীন এবং বাংলাদেশের সিরামিক শিল্পের মধ্যে সহযোগিতা ও উন্নয়নে অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তি স্থানান্তর এবং বাণিজ্য সম্পর্ক জোরদার করা জরুরি। তাদের মতে, এশিয়ান সিরামিকস টেকনোলজি ৫০ ফোরাম’র বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের মাধ্যমে চীনের উন্নত সিরামিক প্রযুক্তি বাংলাদেশের শিল্পে স্থানান্তর০ এবং বিনিয়োগের সুযোগ তৈরি করবে।
মামুনুর রশীদ বলেন, সিরামিক শিল্পের আধুনিকীকরণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে এই প্রযুক্তি সহায়ক ভূমিকা রাখতে পারে। এই সম্মেলন উভয় দেশের শিল্প প্রতিনিধিদের মধ্যে অভিজ্ঞতা এবং বাস্তবমুখী জ্ঞান ভাগাভাগি করার সুযোগ তৈরির পাশাপাশি নতুন ধারণা এবং বিনিয়োগ ও উদ্ভাবনের পথ প্রশস্ত করবে। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে সরকার প্রদত্ত বিভিন্ন প্রণোদনা ঘোষণার প্রেক্ষিতে নতুন বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি হবে।
বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিসিএমইএ ও ফোশান ইউনিসিরামিকস এক্সপো’র যৌথভাবে আয়োজিত এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএসএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হাকিম সুমন, সাধারণ সম্পাদক ইরফান উদ্দীন, সিরামিক টাউন উইকলি’র প্রেসিডেন্ট ও ফোশান ইউনিসিরামিকস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার লি সিনলিয়াং।
এমআর/এফএ