জ্যেষ্ঠ প্রতিবেদক
০৯ জুলাই ২০২৫, ০৬:০১ পিএম
দক্ষিণ-পূর্ব ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাজার সম্প্রসারণে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারে আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন দুই দেশের ব্যবসায়ীরা।
বুধবার (৯ জুলাই) রাজধানীর গুলশানে এফবিসিসিআই ও থাই-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক সভায় এ আহ্বান জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই’র প্রশাসক মো. হাফিজুর রহমান। উপস্থিত ছিলেন রয়েল থাই অ্যাম্বাসির চার্জ দ্য’অ্যাফেয়ার্স পানম থংপ্রায়ুন।
সভায় হাফিজুর রহমান বলেন, থাইল্যান্ড এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র, আর বাংলাদেশের রয়েছে বিপুল তরুণ ও দক্ষ জনশক্তি। এই সম্পদ ও অবস্থান কাজে লাগিয়ে উভয় দেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর সুযোগ রয়েছে।

প্রক্রিয়াজাত খাদ্য, পর্যটন, স্বাস্থ্যসেবা ও ওষুধ, অবকাঠামো, জ্বালানি এবং হালকা প্রকৌশল খাতে বিনিয়োগ সম্ভাবনা উল্লেখ করে তিনি বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়িত হলে উভয় দেশের মধ্যে পণ্য ও সেবা বাণিজ্য আরও গতিশীল হবে, বিনিয়োগও উৎসাহ পাবে।
থাইল্যান্ডের পক্ষ থেকেও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করা হয়। থাই দূতাবাসের চার্জ দ্য’অ্যাফেয়ার্স পানম থংপ্রায়ুন বলেন, দুই দেশের মধ্যে নেটওয়ার্কিং জোরদার হলে বাণিজ্যিক সম্ভাবনা আরও প্রসারিত হবে। এ ধরনের সভা ব্যবসায়ীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
সভায় আরও উপস্থিত ছিলেন থাই-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি ও ডিসিসিআইয়ের সাবেক সভাপতি শামস মাহমুদ, চেম্বারের সিনিয়র সহসভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি মো. মুনির হোসেন, এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, আন্তর্জাতিক উইংয়ের প্রধান মো. জাফর ইকবাল এনডিসিসহ দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা।
সভা শেষে এফটিএ বাস্তবায়নে উভয় দেশের সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান ব্যবসায়ীরা।
টিএই/এএইচ