images

অর্থনীতি

দাবি না মানলে ‘কমপ্লিট শাটডাউনের’ ঘোষণা এনবিআর কর্মকর্তাদের

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন ২০২৫, ০৩:১৭ পিএম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ ও সংস্থাটির সংস্কার না হলে লাগাতার কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা।

সোমবার (২৩ জুন) আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়।

অবস্থান কর্মসূচিতে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর, মূল্য সংযোজন করের অতিরিক্ত মহাপরিচালক ও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার, অতিরিক্ত কর কমিশনার আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অতিরিক্ত মহাপরিচালক ও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের মহাসচিব সেহেলা সিদ্দিকাসহ সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আন্দোলনকারীদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অবস্থান কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, আপনারা জানেন, গত ১২ মে মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে। জারিকৃত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা- ২০২৫ এর বিরুদ্ধে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এর যৌক্তিক কর্মসূচির ফলে সরকার গত ২৫ মে একটি প্রেস বিজ্ঞপ্তি জারির মাধ্যমে এনবিআর বিলুপ্ত না করে বরং এটিকে সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় আরও শক্তিশালী করা, রাজস্ব নীতি প্রণয়ণের লক্ষ্যে আলাদা একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠন করা এবং প্রয়োজনীয় সকল সংশোধনের পূর্ব পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না মর্মে সিদ্ধান্ত গ্রহণ করে। এর পরিপ্রেক্ষিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ একই দিনে তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

তারা আরও বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী ৪৪ আমলার (এর মধ্যে ছয়জনকে ইতোমধ্যে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে) তালিকায় ৩ নম্বরে থাকা বর্তমান এনবিআর চেয়ারম্যান রাজস্ব ব্যবস্থা সংস্কার বাস্তবায়নে সরকারের সদিচ্ছাকে পদে পদে বাধাগ্রস্ত করে সামগ্রিক পরিস্থিতিকে অস্থিতিশীল করছেন। এর পরিপ্রেক্ষিতে, আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাস্থ কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দফতরের কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব ভবনে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি এবং ঢাকার বাইরে স্ব-স্ব দফতরে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি চলছে। তবে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকা সত্ত্বেও রাজস্ব ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করার ব্যবস্থা করে উস্কানিমূলক পরিস্থিতির সৃষ্টি করার প্রতিবাদে আমরা আজ কাফনের কাপড় পরিধান করেছি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী বর্তমান এনবিআর চেয়ারম্যান রাজস্ব ব্যবস্থা সংস্কার বাস্তবায়নে সরকারের সদিচ্ছাকে পদে পদে বাধাগ্রস্ত করে সামগ্রিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে ইতোমধ্যে যে সকল কর্মকান্ড করেছেন তার একটি সংক্ষিপ্ত ফিরিস্তি নিম্নরূপ:

নতুন কর্মসূচিসমূহ:

১. ইতোমধ্যে জারিকৃত প্রতিহিংসা ও নিপীড়নমূলক সকল বদলি আদেশ আজ ২৩ জুনের মধ্যে বাতিল না করা হলে আগামীকাল (২৪ জুন) আন্তর্জাতিক যাত্রীসেবা ও রফতানি ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দফতরে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকাস্থ কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দফতরের কর্মকর্তা-কর্মচারীগণের রাজস্ব ভবনে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি এবং ঢাকার বাইরে স্ব-স্ব দপ্তরে অবস্থান কর্মসূচি, কলম বিরতি এবং চেয়ারম্যান ও তাঁর দোসরদের প্রতি ঘৃণা প্রকাশ চলবে।

২. ২৩ জুনের মধ্যে তৎপরবর্তীতে প্রতিহিংসা ও নিপীড়নমূলক নতুন কোনো বদলি আদেশ জারি করা হলে আগামী ২৫ ও ২৬ জুন দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীসেবা ও রফতানি ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দফতরে কলম বিরতি, অবস্থান কর্মসূচি এবং চেয়ারম্যান ও তাঁর দোসরদের প্রতি ঘৃণা প্রকাশ চলবে।

NBR2

৩. আগামী ২৭ জুনের মধ্যে প্রতিহিংসা ও নিপীড়নমূলক সকল বদলি আদেশ বাতিল না করা হলে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী ৪৪ আমলার (এর মধ্যে ছয়জনকে ইতোমধ্যে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে) তালিকায় ৩ নম্বরে থাকা এবং দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে অপসারণ না করা হলে আগামী ২৮ জুন, ২০২৫ তারিখ থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে।

এনবিআরের দাবিগুলো হচ্ছে:

(১) অনতিবিলম্বে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী ৪৪ আমলার (এর মধ্যে ছয়জনকে ইতোমধ্যে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে) তালিকায় ৩ নম্বরে থাকা এবং দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। উল্লেখ্য, পূর্ব থেকেই ঐক্য পরিষদ রাজস্ব ভবনে চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। তাঁর বিরুদ্ধে অসহযোগ কর্মসূচি যথারীতি চলবে।

(২) ইতোমধ্যে জারিকৃত প্রতিহিংসা ও নিপীড়নমূলক সকল বদলি আদেশ আজ ২৩ জুন, ২০২৫ খ্রি. তারিখের মধ্যে বাতিল করতে।

(৩) প্রতিহিংসা ও নিপীড়নমূলক নতুন কোনো বদলি আদেশ জারি করা চলবে না।

(৪) প্রেস বিজ্ঞপ্তি মারফত সরকারের ঘোষণা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্ত না করে বরং বিভাগের মর্যাদায় শক্তিশালী করাসহ রাজস্ব অধ্যাদেশে প্রয়োজনীয় সকল সংশোধনীর লক্ষ্যে এনবিআর কর্তৃক গঠিত রাজস্ব অধ্যাদেশ সংস্কার বিষয়ক কমিটি বাতিল করে আজ ২৩ জুন, ২০২৫ খ্রিঃ তারিখের মধ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যথাযথ প্রতিনিধিত্ব অন্তর্ভুক্ত করে এবং বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ এনবিআর সদস্য (গণ) কে বাদ দিয়ে নতুন করে কমিটি গঠনের আদেশ জারি করতে হবে।

এমআর/জেবি