images

অর্থনীতি

স্বর্ণ-রুপার আজকের বাজারদর

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন ২০২৫, ০৯:২১ এএম

দেশের বাজারে স্বর্ণের দাম সাম্প্রতিক সমন্বয়ের মাধ্যমে বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৫ জুন রাতে একটি বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয়। এরপর থেকে আজ ১৩ জুন পর্যন্ত দেশের বাজারে সে মূল্যেই স্বর্ণ বিক্রি হচ্ছে। একই সঙ্গে রুপার দামও সামঞ্জস্য করা হয়েছে, তবে রুপার মূল্য অপরিবর্তিত রয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬৪ হাজার ৪৯৭ টাকায়। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৪০ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকারের নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুসের নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরিতে পার্থক্য হতে পারে।

এর আগে, ২১ মে বাজুস স্বর্ণের দাম বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করেছিল ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা। তখন ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৬২ হাজার ২০০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩৯ হাজার ২৩ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১ লাখ ১৪ হাজার ৯৪৯ টাকা।

চলতি বছর দেশের বাজারে মোট ৩৭বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছে। তার মধ্যে ২৫বার দাম বাড়ানো হয়েছে, আর ১২বার কমানো হয়েছে। ২০২৪ সালে মোট ৬২বার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৩৫বার দাম বাড়ানো এবং ২৭বার কমানো হয়েছিল।

অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা।

এইউ