নিজস্ব প্রতিবেদক
০২ জুন ২০২৫, ০৫:১৫ পিএম
সদ্য বিদায়ী মে মাসে মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ১২ শতাংশ। সোমবার (২ জুন) ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) হালনাগাদ তথ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এমন তথ্য জানিয়েছে।
বিবিএসের তথ্য বলছে, এপ্রিল মাসের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৭ শতাংশ, যা মে মাসে কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৫ শতাংশ। মে মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৫৯ শতাংশ, যা এপ্রিল মাসে ছিল ৮ দশমিক ৬৩ শতাংশ। এছাড়া খাদ্য বহির্ভূত খাতেও মে মাসে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪২ শতাংশ। যা এপ্রিল মাসে ছিল ৯ দশমিক ৬১ শতাংশ।
পরিসংখ্যান ব্যুরো জানায়, এপ্রিল মাসে খাদ্যপণ্যের দাম কিছুটা কমেছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন— চাল, ডাল, আলু, তেল, লবণ, মাছ, মাংসের দাম কমেছে। স্বাভাবিক রয়েছে সবজি ও মসলার দাম।
এদিকে, বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বিগত মাসগুলোতে সরকার ধারাবাহিকভাবে সংকোচনমূলক মুদ্রানীতি অবলম্বন করেছে। এর ফলে নীতি সুদের হার ১৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়ে এখন ১০ শতাংশে দাঁড়িয়েছে।
অর্থ উপদেষ্টা বলেন, মুদ্রানীতির আওতায় গৃহীত কার্যক্রমকে সহায়তা করতে সংকোচনমূলক রাজস্বনীতি অনুসরণ করা হয়েছে। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনায় সার্বিকভাবে সরকারি ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। ইতোমধ্যে এর ইতিবাচক প্রভাব দৃশ্যমান হয়ে উঠতে শুরু করেছে।
মূল্যস্ফীতি ২০২৪ সালের ডিসেম্বর মাসের ১০.৮৯ শতাংশ থেকে হ্রাস পেয়ে ২০২৫ সালের এপ্রিল মাসে ৯ দশমিক ১৭ শতাংশে নেমে এসেছে। এ ধারা অব্যাহত থাকলে এই জুন মাসেই মূল্যস্ফীতি ৮ শতাংশের নিচে নেমে আসতে পারে।
এমআই/এমএইচটি