images

অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা ২ জুন

নিজস্ব প্রতিবেদক

২৯ মে ২০২৫, ০৫:২৪ পিএম

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করা হবে আগামী ২ জুন (সোমবার)। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ জাতির উদ্দেশে বাজেট উপস্থাপন করবেন।

আরও পড়ুন: উন্নয়ন বাজেট কমছে ৩৫ হাজার কোটি টাকা! 

পূর্ব-রেকর্ড করা বাজেট ভাষণটি ওই দিন বিকেল চারটায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারিত হবে। 

বৃহস্পতিবার (২৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: বাজেট ছোট হলেও কমছে না পরিকল্পনা, ব্যাংকঋণ নির্ভরতা কমাচ্ছে সরকার

জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করার জন্য সমস্ত বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড গ্রহণ করে বাজেট ভাষণটি একই সঙ্গে সম্প্রচার করার অনুরোধ করা হয়েছে।

এএইচ