images

অর্থনীতি / শিক্ষা

বিদেশে ভাষা শিক্ষা কোর্সে টাকা পাঠাতে লাগবে না অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ মে ২০২৫, ০৭:৪৫ পিএম

বিদেশে উচ্চশিক্ষার পাশাপাশি এখন থেকে ভাষা শিক্ষার জন্যও অর্থ পাঠানো যাবে সরাসরি ব্যাংকের মাধ্যমে। স্বীকৃত বিদেশি প্রতিষ্ঠানে ভাষা কোর্সে ভর্তি হলে শিক্ষার্থীরা কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই প্রয়োজনীয় টাকা পাঠাতে পারবেন।

বৃহস্পতিবার (২২ মে) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। 

এতে বলা হয়, শিক্ষার্থীরা নির্ধারিত কাগজপত্র দাখিল করলে অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমেই প্রয়োজনীয় অর্থ পাঠানো যাবে।

এর আগে শুধু স্নাতক বা উচ্চতর শিক্ষার জন্য বিদেশে টাকা পাঠানোর সুযোগ ছিল কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া। এখন থেকে ভাষা শিক্ষা কোর্সও সেই সুবিধার আওতায় এলো।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও মজবুত হবে। 

বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের কয়েকটি দেশে ভাষা দক্ষতা থাকলে চাকরি ও উচ্চশিক্ষার সুযোগ পাওয়া সহজ হয়। ফলে শিক্ষার্থীদের রিক্রুটিং এজেন্সির ওপর নির্ভরতা কমবে। তারা সরাসরি বিদেশে যাওয়ার পথ খুঁজে পাবে।

এই নীতিকে সময়োপযোগী উল্লেখ করে সংশ্লিষ্টরা বলছেন, বৈধ উপায়ে টাকা পাঠানো সহজ হলে আরও বেশি শিক্ষার্থী স্বল্প ব্যয়ে বিদেশে পড়ার সুযোগ পাবে। এর ফলে বিদেশে দক্ষ জনশক্তি পাঠানো সহজ হবে এবং রেমিট্যান্স বা প্রবাসী আয়ও বাড়বে।

টিএই/এএইচ