নিজস্ব প্রতিবেদক
২০ মে ২০২৫, ০৯:৪৮ পিএম
জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর দুই ভাগেই বিভক্ত থাকবে বলে জানিয়েন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, ‘অধ্যাদেশে যেভাবে দুই বিভাগে ভাগ করা হয়েছে, সেরকমই থাকবে। এ নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটি দূর হয়েছে।’
মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর, কাস্টমস ক্যাডারদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা একথা বলেন। তিনি এর বেশি আর মন্তব্য করতে চাননি।
বৈঠকে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান এবং অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ১২ মে রাতে প্রজ্ঞাপন জারি করে এনবিআরকে দুই ভাগে বিভক্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ বানানো হয়। এ নিয়ে যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেখানে কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ।
এনবিআরের কর্মকর্তারা বলছেন, তাদের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এই অভিযোগে কিছু কর্মকর্তা কলমবিরতি করে আসছেন কয়েকদিন ধরে।
এমআর/এএইচ