images

অর্থনীতি

বিদেশে শিক্ষার্থীদের কোর্স ফি পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২০ মে ২০২৫, ০৮:১৬ পিএম

বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য কোর্স ফি পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এ ধরনের কোর্সে অংশ নিতে শিক্ষার্থীদের ফি পাঠানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হবে না।

মঙ্গলবার (২০ মে) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে শিক্ষার্থীরা যেসব আন্তর্জাতিক কোর্স বা পরীক্ষায় অংশ নিচ্ছে, সেসবের ফি পাঠানোর জন্য অনুমোদিত ব্যাংকগুলোকে সাধারণ অনুমোদন প্রদান করা হয়েছে। অর্থাৎ, এসব ফি পাঠাতে আলাদা করে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে না। তবে ফি পাঠানোর আগে ব্যাংকগুলোকে কিছু বিষয় যাচাই করতে হবে। যেমন— শিক্ষার্থীর ঘোষণাপত্র, সংশ্লিষ্ট কোর্স বা পরীক্ষার ডিমান্ড নোট, চালান বা ফি সংক্রান্ত অফিসিয়াল নোটিশ।

এই সিদ্ধান্তের ফলে বিদেশে উচ্চশিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষতা অর্জনের পথ আরও মসৃণ হলো। বিশেষ করে যারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন প্রশিক্ষণ ও সার্টিফিকেশন কোর্সে অংশ নিচ্ছেন, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সহায়তা।

এর আগে, বাংলাদেশ ব্যাংক ও লেভেল, এ লেভেল, টোফেল, এসএটি ইত্যাদি আন্তর্জাতিক পরীক্ষার ফি দেশের অনুমোদিত পরীক্ষা কেন্দ্রগুলো টাকায় সংগ্রহ এবং সেই অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধভাবে বিদেশে পাঠানোর অনুমতি দিয়েছিল। তখনও কেন্দ্রীয় ব্যাংকের পৃথক অনুমোদনের প্রয়োজন ছিল না। নতুন নির্দেশনায় সেই নীতির পরিধি আরও বিস্তৃত হলো।

বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে শিক্ষার্থী ও অভিভাবক মহলে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। কারণ এতে সময়, প্রক্রিয়াগত জটিলতা এবং প্রশাসনিক বাধা কমে আসবে, যা বিদেশে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে সহায়ক হবে।

টিএই/এমএইচটি