জ্যেষ্ঠ প্রতিবেদক
২০ মে ২০২৫, ০৮:১৭ এএম
সরকারের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড বিক্রির নিলাম আজ মঙ্গলবার (২০ মে) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের নিলামে মোট ৩ হাজার ৫০০ কোটি টাকার অভিহিত মূল্যের বন্ড ইস্যু করা হবে। এই বন্ডের উপর বার্ষিক ‘কাট-অফ ইয়েল্ড’ হারে কুপন বা মুনাফা নির্ধারণ করা হবে। মুনাফা প্রতি ছয় মাস অন্তর (ষাণ্মাষিক ভিত্তিতে) পরিশোধযোগ্য থাকবে।
নিলামে অংশ নিতে পারবে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক অনুমোদিত প্রাইমারি ডিলার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। তবে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান চাইলে তাদের নিজস্ব গ্রাহক, ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে প্রাইমারি ডিলারের মাধ্যমে বিড জমা দিতে পারবে।
প্রতিটি বিডে ১০০ টাকার অভিহিত মূল্যের বন্ডের জন্য দর ও পরিমাণ উল্লেখ করতে হবে। বিড জমা দেওয়ার সময় সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। এ নিলাম বাংলাদেশ ব্যাংকের ‘এফএমআই’ প্ল্যাটফর্মে ইলেকট্রনিক পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
বিশেষ প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন নিয়ে ‘সিলড কভার’ পদ্ধতিতেও বিড জমা দেওয়া যাবে। এ বিষয়ে প্রাইমারি ডিলারসহ সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠির মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ট্রেজারি বন্ড সরকার পরিচালিত একটি নিরাপদ বিনিয়োগ মাধ্যম। সরকারের আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট ঘাটতি পূরণের লক্ষ্যে এ ধরনের বন্ড ইস্যু করা হয়।
টিএই/এইউ