images

অর্থনীতি

ভারতের নিষেধাজ্ঞা: করণীয় ঠিক করতে আজ জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদক

২০ মে ২০২৫, ০৮:০১ এএম

বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে বেশ কয়েকটি পণ্য আমদানিতে ভারত হঠাৎ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে রয়েছে— পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য ও প্লাস্টিকসহ সাত ধরনের পণ্য। এই নিষেধাজ্ঞার প্রভাব মোকাবিলায় আজ মঙ্গলবার (২০ মে) জরুরি বৈঠক ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়।

জানা গেছে, স্থলবন্দরের মাধ্যমে পণ্য রফতানিতে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তা মূল্যায়ন এবং প্রয়োজনীয় করণীয় নির্ধারণে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। বিকেল ৪টায় বাণিজ্য সচিবের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠকটি অনুষ্ঠিত হবে।

সভায় নৌ-পরিবহন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

এ ছাড়া ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকেও অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। উপস্থিত থাকবেন এফবিসিসিআই, বিজিএমইএ এবং ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি দল।

বাণিজ্য মন্ত্রণালয় মনে করছে, ভারতীয় নিষেধাজ্ঞার কারণে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই পরিস্থিতি দ্রুত মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

বৈঠকে নিষেধাজ্ঞা পরিস্থিতি বিশ্লেষণ, প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ এবং বিকল্প রফতানি ব্যবস্থা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এইউ