images

অর্থনীতি

ডলার কেনাবেচায় অতিরিক্ত মাশুল নেওয়া যাবে না

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৭ মে ২০২৫, ১০:৩২ পিএম

বিদেশ ভ্রমণের জন্য পাসপোর্টে ডলার সংযুক্তি (এনডোর্সমেন্ট) করতে ও কেনাবেচায় কোনো ধরনের অতিরিক্ত মাশুল আদায় করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শ‌নিবার (১৭ মে) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৈধভাবে বিদেশি মুদ্রা কিনতে গ্রাহকদের যেন অতিরিক্ত অর্থ দিতে না হয়, সেজন্য ব্যাংকগুলো শুধুমাত্র পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি হিসেবে সর্বোচ্চ ৩০০ টাকা নিতে পারবে। এর বাইরে ‘সার্ভিস ফি’, ‘কমিশন’ কিংবা অন্য কোনো নামে অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, তফসিলি ব্যাংকগুলোর অনেকে পাসপোর্টে বৈদেশিক মুদ্রার এনডোর্সমেন্ট করার সময় একদিকে ৩০০ টাকা বেশি চার্জ নিচ্ছে; আবার এর সঙ্গে বাড়তি সার্ভিস ফি বা কমিশনও আদায় করছে। এতে সাধারণ গ্রাহক বিদেশি মুদ্রা ব্যাংক থেকে কিনতে নিরুৎসাহিত হচ্ছেন।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, দেশি মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও গ্রাহকবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য এ ধরনের পদক্ষেপ প্রয়োজন। এর ফলে বৈধপথে বৈদেশিক মুদ্রা কেনায় উৎসাহ বাড়বে এবং অবৈধ পন্থায় মুদ্রা কেনাবেচার প্রবণতা কমবে।

টিএই/এফএ