images

অর্থনীতি

প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় বেড়েছে ব্যাংক এশিয়ার

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৫ মে ২০২৫, ০৩:১১ পিএম

প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া পিএলসির। 

প্রতিষ্ঠানটির প্রকাশিত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৪ মে) প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। 

বৃহস্পতিবার এশিয়া ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৪২ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৬৭ পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিল ২৯ টাকা ২৬ পয়সা, যা আগের বছরে ছিল ১৭ টাকা ৪৪ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ৩৪ পয়সা।

টিএই/এএইচ