images

অর্থনীতি

সাভার-নারায়ণগঞ্জে ফের তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক

১৪ মে ২০২৫, ০৪:২৭ পিএম

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রেখেছে তিতাস গ্যাস কর্তৃক। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ মে) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমানের নেতৃত্বে নারায়ণগঞ্জের আড়াইহাজার, তিনগাও, দুপ্তারা, আড়াইহাজার এলাকায় অভিযান চালিয়েছেন। 

এই অভিযানে মোট পাঁচটি স্পটে আনুমানিক পাঁচ কিলোমিটার এলাকার ৯০০ বাড়ির প্রায় ১,২০০ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

এসময় বিভিন্ন ব্যাসের ৭০০ ফুট লাইন পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়েছে। অবৈধ বিতরণ লাইনের সংযোগ উৎস হতে কিলিং করা হয়েছে। এছাড়া বাইপাস লাইনের মাধ্যমে গ্যাস ব্যবহার করায় নারায়ণগঞ্জের মেসার্স ভয়েজার কম্পোজিটের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

একই দিনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সাভার, দক্ষিণ রামচন্দ্রপুর, রাজফুলবাড়ীয়া, কর্ণপাড়া, উলাইল এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান চালানো হয়। অভিযানে দুটি অবৈধ শিল্প সংযোগ একতা ওয়াশিং প্ল্যান্ট, দক্ষিণ রামচন্দ্রপুর রাজফুলবাড়ীয়া, সাভার, ঢাকা ও মেসার্স ডিপজল ফুড ইন্ডাস্ট্রিজ, উলাইল, সাভার, ঢাকার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে ২২,৬৭,৮০০ টাকার মাসিক গ্যাস চুরি রোধ করা সম্ভব হবে। এ সময় ৫০ ফুট লাইন পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়েছে।

এছাড়া জোবিঅ- কিশোরগঞ্জ ও রাজস্ব উপ-শাখা কিশোরগঞ্জের বিশেষ অভিযানে বকেয়ার জন্য পাঁচটি আবাসিকের আটটি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

এমআর/এএইচ