images

অর্থনীতি

গার্ডিয়ান লাইফের সঙ্গে রেড সি গেটওয়ে টার্মিনালের চুক্তি

নিজস্ব প্রতিবেদক

০৮ মে ২০২৫, ০৬:১৪ পিএম

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি)। এই চুক্তির মাধ্যমে রেড সি গেটওয়ে টার্মিনালের সব কর্মী এবং তাদের পরিবার গার্ডিয়ান লাইফের আর্থিক সুরক্ষার ছায়ায় থাকবেন। 

গার্ডিয়ান লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ রাকিবুল করিম ও রেড সি গেটওয়ে টার্মিনালের প্রধান নির্বাহী কর্মকর্তা আরউইন হেজ নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিপত্রটিতে স্বাক্ষর করেন। 

বন্দরনগরী চট্টগ্রামের আরএসজিটি প্রাঙ্গণে সম্প্রতি এ চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান হয়। সেখানে গার্ডিয়ান লাইফের পক্ষে উপস্থিত ছিলেন এসভিপি ও হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স গাজী রাফি আহমেদ শামস, এসভিপি ও ডেপুটি হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স ইফতেখার আহমেদ, এসএভিপি ও গ্রুপ ইন্স্যুরেন্সের টিম লিড মোহাম্মদ সোয়েব এবং গ্রুপ ইন্স্যুরেন্সের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এসএম হাসিবুর রহমান। 

অন্যদিকে রেড সি গেটওয়ে টার্মিনালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব লজিসটিকস হাসান ফারুক, হেড অব এইচআর মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রোকিউরমেন্ট সুপারভাইজার মো. আসাদুজ্জামান এবং জুনিয়র প্রোকিউরমেন্ট অফিসার মোসা. তাসফিয়া আমিন।

এএইচ