images

অর্থনীতি

ঢাকায় কমার্শিয়াল অটোমোটিভ শো, থাকছে বিভিন্ন উপহার

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৩ মে ২০২৫, ০৬:৫৭ পিএম

উৎসব মুখর পরিবেশে আয়োজন করা হয়েছে ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো-২০২৫। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই আয়োজনে মানুষের উপস্থিতিও হয়েছে বেশ। এতে দর্শনার্থীদের আকর্ষণ হয়ে উঠেছে এসিআই মটরস এর ‘ফোটন ব্র্যান্ড’।

এসিআই মটরসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কমার্শিয়াল অটোমোটিভ শো-২০২৫ এর মধ্য দিয়ে এসিআই মটরসের ফোটন ব্র্যান্ড তাদের আধুনিক প্রযুক্তির সমন্বিত নতুন সিরিজের ফ্রিজার ভ্যান উন্মোচন করে দেশের রেফ্রিজারেটেড ট্রান্সপোর্ট সল্যুশনে যুক্ত করেছে নতুন মাত্রা।

এসিআই মটরসের উপ-ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাসসহ কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাগণ এই ফোটন ফ্রিজার ভ্যান উন্মোচন করেন।

এছাড়াও ফোটন এর ১ টন, ১.২ টন , ১.৫ টন এবং ৩ টন প্রদর্শন করা হয়েছে এই আয়োজনে।

এই অটোমোটিভ শো উপলক্ষে এসিআই মটরসের ফোটন প্যাভিলিয়ন থেকে যেকোনো পিকআপ ক্রয়েই থাকছে নিশ্চিত উপহার রেফ্রিজারেটর, স্মার্ট টিভি, স্মার্টফোন পাওয়ার সুযোগ।

 বিইউ/এফএ