নিজস্ব প্রতিবেদক
২৫ এপ্রিল ২০২৫, ০৮:১৮ পিএম
সবজিতে বেশ কিছু দিন কিছুটা স্বস্তি মিললেও আবার বাড়তে শুরু করেছে নিত্যপণ্যটির দাম। রাজধানী থেকে শুরু করে বিভাগীয় ও জেলা শহরের বাজারগুলোতে সবধরনের সবজির দাম বাড়ছে হু হু করে। এতে করে দুর্ভোগে পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির পরিবারগুলো।
বেশির ভাগ সবজির দাম এখন একশ টাকা ছুঁই ছু্ইঁ। কোনোটিতে আরও বেশি দাম হাঁকছে বিক্রেতারা। তবে সবজির চড়া বাজারে মধ্য ও নিম্নবিত্তের ভরসা এখন আলু আর টমেটো। এই দুটি সবজি যেকোনো মাছের সঙ্গেই রান্না করা যায়। এছাড়া আলু টমেটো রান্নায় বহুমুখী ব্যবহার রয়েছে। ফলে এই দুই সবজির কাটতি বেশ ভালো। স্বস্তিতেই কেনাকাটা করছেন এসব সবজি।
শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, কম দামের মধ্যে রয়েছে আলু ও টমেটো। চড়া বাজারেও আলু কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা, টমেটো আকারভেদে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
তবে গত বছরের এপ্রিলের সঙ্গে বর্তমান বাজার তুলনা করলে দামে অনেক তফাত দেখা যায়। সে সময় বেশির ভাগ সবজির দাম ১৫০ টাকার আশেপাশে ছিল। কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি ছিল।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, এপ্রিল-মে মাসে এমন পরিস্থিতি প্রায় প্রতি বছরই দেখা যায়। কারণ এই সময়টা দুই ফসলের মধ্যবর্তী সময়। তবে তারা আশা করছেন, মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে নতুন সবজি বাজারে আসবে এবং ধীরে ধীরে দাম কমে আসবে।

শনির আখড়া কাঁচাবাজারের সবজি বিক্রেতা সামির হোসেন বলেন, শীতকালের সবজি চলে গেছে। নতুন মৌসুমি সবজি এখনো বাজারে আসে নাই। তাই সরবরাহ কম, দাম বাড়তেছে। তবে আলু আর টমেটোতে এখনো চাপ কম। স্বস্তিতে কিনছেন ক্রেতারা।
সবজি কিনতে আসা আবুল হোসেন নামের এক ক্রেতা বলেন, আগে ৩০০ টাকায় সারা সপ্তাহের সবজি হয়ে যেত। এখন একদিনের জন্যই যথেষ্ট না। আলু আর টমেটোই এখন ভরসা।
ভোক্তাদের দাবি, এমন সময়ে বাজারে তদারকি বাড়ানো জরুরি। হঠাৎ করে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে- এই অভিযোগও উঠেছে অনেকের কাছ থেকে।
এ বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপাতি এসএম নাজের হোসাইন ঢাকা মেইলকে বলেন, কিছুদিন স্বস্তি থাকলেও বাজারে পণ্যের দাম এখন চড়া। এতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের কষ্ট বাড়ে। চাহিদা মেটাতে সংকটে পড়ে। সংশ্লিষ্টদের উচিত হবে, অসাধুদের আইনের আওতায় আনা।
এমআর/জেবি