images

অর্থনীতি

আরও তিন ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ এপ্রিল ২০২৫, ০২:৫৪ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি ও ন্যাশনাল ব্যাংক পিএলসির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরবর্তী পর্ষদ সভা আগামী ২৯ এপ্রিল বেলা ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। একইদিনে দুপুর ২টা ৩০ মিনিটে সাউথইস্ট ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর ৩০ এপ্রিল বিকাল ৩টায় ন্যাশনাল ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় গত বছর ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ ওই প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

একই সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, পুঁজিবাজারে তালিকাভুক্ত আরও বেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। অনেকেই তাদের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

টিএই/এমএইচটি