images

অর্থনীতি

বাজারের অস্থিরতার মধ্যে ভিয়েতনাম থেকে এলো চালের বড় চালান

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ পিএম

কয়েক মাস ধরে চালের বাজারে চলছে অস্থিরতা। হু হু করে বাড়ছে নিত্যপণ্যটির দাম। কৃষকের নতুন ধানের চাল বাজারে এলে অস্থিরতা কেটে যাবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে ভিয়েতনাম থেকে এলো একটি বড় চালান।

আমদানি করা ৭২ হাজার মেট্রিক টন চাল দেশে এসে পৌঁছেছে। এর মধ্যে আজ শনিবার এসেছে ১২ হাজার টন আতপ চাল। এই চাল আমদানি করেছে খাদ্য অধিদফতর।

শনিবার (১৯ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে সাড়ে ১২ হাজার টন আতপ চালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ভিয়েতনাম থেকে মোট এক লাখ টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছে। এরইমধ্যে ৭২ হাজার ৭০০ টন চাল দেশে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা এরইমধ্যে শেষ হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলেন, চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এমআর/জেবি