নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২৫, ০৬:৪৮ এএম
প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য এইচবিএম ইকবালের জব্দ করা ব্যাংক হিসাব থেকে অবৈধভাবে অর্থ উত্তোলনের ঘটনায় ব্যাংকটিকে মোটা অঙ্কের জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক।
জানা গেছে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গত বছরের নভেম্বরে এইচবিএম ইকবাল, তার দুই স্ত্রী, সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করে। নিয়ম অনুযায়ী, জব্দ করা হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন করার সুযোগ নেই।
তবে সেই নিষেধাজ্ঞা অমান্য করে প্রিমিয়ার ব্যাংকের সহযোগিতায় ওই হিসাব থেকে প্রায় ১ কোটি ১১ লাখ টাকা এবং ৩০ হাজার মার্কিন ডলার উত্তোলন করেন এইচবিএম ইকবাল।
এই ঘটনায় অর্থ পাচার প্রতিরোধ আইনের ২৩(৬) ধারায় প্রিমিয়ার ব্যাংককে সমপরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে। আইনে বলা আছে, কোনো হিসাব জব্দ হওয়ার পর তা অমান্য করলে ব্যাংকটিকে উত্তোলন করা অর্থের সমান অঙ্কে জরিমানা গুনতে হবে।
বিএফআইইউ সূত্র জানায়, প্রিমিয়ার ব্যাংককে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। তবে ব্যাংকের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এইচবিএম ইকবাল দীর্ঘদিন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। ১৯৯৯ সালে ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকেই তিনি এ পদে দায়িত্ব পালন করেন। গত বছরের আগস্টে রাজনৈতিক পরিস্থিতি বদলের পর তিনি পদত্যাগ করেন। তবে ব্যাংকটির নিয়ন্ত্রণ এখনও তার পরিবারের হাতে রয়েছে। বর্তমানে ব্যাংকের চেয়ারম্যান পদে রয়েছেন তার ছেলে ইমরান ইকবাল।
সূত্র বলছে, এইচবিএম ইকবাল এবং তার পরিবারের সদস্যরা সরকার পরিবর্তনের পরপরই দুবাই চলে যান। সেখানে তারা বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেছেন। জানা গেছে, দুবাইয়ে তাদের কাচের কারখানা ও একটি হোটেল ব্যবসা রয়েছে।
এইচবিএম ইকবাল ও তার পরিবারের বিরুদ্ধে আগে থেকেই নানা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) গত অক্টোবরে তাকে ও তার পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়।
দুদকের অভিযোগ অনুযায়ী, তারা বিভিন্ন অনিয়মের মাধ্যমে ঋণের টাকা আত্মসাৎ করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “বিএফআইইউ একটি স্বতন্ত্র তদন্তকারী সংস্থা। তাদের সিদ্ধান্ত নিয়ে আমরা মন্তব্য করব না।”
এইউ