images

অর্থনীতি

ট্রান্সশিপমেন্ট বাতিলে বাড়তি খরচের বিষয়ে যা বললেন বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ পিএম

সম্প্রতি ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বাংলাদেশের খরচ প্রায় দুই হাজার কোটি টাকা বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (১৬ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশের খরচ বেড়েছে। টাকার হিসাবে যেটি প্রায় দুই হাজার কোটি টাকা। এটি কমিয়ে আনতে নানা ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার।

ভারত, পাকিস্তান বা চীন কোনো বিষয় নয়, সব দেশের সঙ্গেই সরকার বাণিজ্য বাড়াতে চায় জানিয়ে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যে একপেশে শুল্ক আরোপ করেছে, সেটি অবশ্যই দুশ্চিন্তার বিষয়। তবে তিন মাসের জন্য এই শুল্ক আরোপ স্থগিত রেখেছে। এ সময়ে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার।

শেখ বশিরউদ্দীন বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বিশাল বাণিজ্য ঘাটতি দ্রুত কমার কোনো সুযোগ নেই। তবে বাণিজ্য ঘাটতি কমাতে সরকার কাজ করছে। অর্থনৈতিক সক্ষমতা এবং বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগিয়ে এই সমস্যার সমাধান করা হবে।

এমআর/এমএইচটি