images

অর্থনীতি

এবার এনবিএফআই কর্মীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ মার্চ ২০২৫, ০৮:০৬ এএম

images

এবার ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ২০২২ সালের ২৯ মে সার্কুলার জারি করে ফাইন্যান্স কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ, স্টাডি ট্যুর, এক্সপোজার ভিজিট, সভা ও সেমিনারে অংশ নিতে বিদেশ ভ্রমণ বন্ধ রাখতে বলা হয়েছিল।

নতুন নির্দেশনায়, ফাইন্যান্স কোম্পানির কর্মকর্তাকর্মচারীদের দাপ্তরিক প্রয়োজনে অত্যাবশ্যকীয় বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নিজস্ব প্রতিষ্ঠানের বিদেশ ভ্রমণ সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিদেশ ভ্রমণ করতে পারবেন।

তবে, ফাইনান্স কোম্পানির যেসব কর্মকর্তা-কর্মচারীর বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পৃথক নির্দেশনা রয়েছে তা পরিপালন করতে হবে।

টিএই/জেবি