images

অর্থনীতি

গ্রাহকদের সম্মানে র‌্যাঙ্কস পেট্রোলিয়ামের আয়োজনে ইফতার ও নৈশভোজ

জ্যেষ্ঠ প্রতিবেদক

২০ মার্চ ২০২৫, ০৭:৫৩ পিএম

images

ইন্ডাস্ট্রিয়াল, নন-ইন্ডাস্ট্রিয়াল এবং পাওয়ার প্লান্টের লুব্রিকেন্টের গ্রাহকদের সম্মানে বাংলাদেশে শেল লুব্রিকেন্টের একমাত্র ম্যাক্রো ডিস্ট্রিবিউটর র‌্যাঙ্কস পেট্রোলিয়ম লিমিটেডের আয়োজনে ইফতার, দোয়া মাহফিল এবং নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।

এতে র‌্যাঙ্কস পেট্রোলিয়ম লিমিটেডের ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রাহকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে শেল লুব্রিকেন্টের একমাত্র ম্যাক্রো ডিস্ট্রিবিউটর র‌্যাঙ্কস পেট্রোলিয়ামের সুনাম রয়েছে। দুই দিনব্যাপী আয়োজিত এই ইফতার, দোয়া মাহফিল এবং নৈশভোজ পরিণত হয়েছিল মিলনমেলায়।

485100585_1189342995915408_6577680274627207629_n

র‌্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেড বাংলাদেশের অন্যতম ফিনিশড লুব আমদানিকারক। বিশ্বমানের লুব্রিক্যান্ট এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে, শেল দেশব্যাপী ইন্ডাস্ট্রিয়াল, নন-ইন্ডাস্ট্রিয়াল, পাওয়ারপ্ল্যান্ট এবং মোটরযান লুব্রিকেন্টের গ্রাহকদের সকল ধরনের লুব্রিকেন্টের চাহিদা পূরণ করে। বিগত ১৮ বছর ধরে শেল বিশ্বের ১ নম্বর লুব্রিকেন্ট সরবরাহকারী প্রতিষ্ঠান।

বিইউ/ইএ