images

অর্থনীতি

বাজেটে অন্তর্ভুক্তির জন্য ৪২টি প্রস্তাব পেশ করবে ঢাকা চেম্বার

নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ ২০২৫, ১০:১১ এএম

images

আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্তির জন্য ৪২টি প্রস্তাব পেশ করবে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

সংগঠনটি বলছে, এসব প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে করজাল সম্প্রসারণ, মূসক ব্যবস্থার সংস্কার, স্থানীয় শিল্প সুরক্ষা ও ব্যক্তি শ্রেণির কর কাঠামো সহজ হবে। ব্যবসায়ীদের এই সংগঠনটি করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা করা ও সর্বোচ্চ করহার ২৫ শতাংশ করার প্রস্তাব করবে। বর্তমানে করমুক্ত আয়ের সীমা সাড়ে তিন লাখ ও সর্বোচ্চ করহার ৩০ শতাংশ রয়েছে।

আজ মঙ্গলবার (১৮ মার্চ) সকালে প্রাক বাজেট আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে এসব প্রস্তাব তুলে ধরবে সংগঠনটি। ডিসিসিআই সূত্রে এসব তথ্য জানা গেছে।

অটোমেটেড করপোরেট কর রিটার্ন চালুর প্রস্তাব দেবে ঢাকা চেম্বার। করপোরেট কর রিটার্ন প্রদানে স্বয়ংক্রিয় পদ্ধতি না থাকায় করপোরেট প্রতিষ্ঠানগুলো ম্যানুয়ালি রিটার্ন জমা দেয়। ম্যানুয়াল বা হাতে লেখা রিটার্ন সময়সাপেক্ষ, জটিল ও ত্রুটিপূর্ণ হয়। এসব উল্লেখ করে দ্রুত করপোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য অটোমেটেড করপোরেট কর রিটার্ন চালুর প্রস্তাব করবে সংগঠনটি। 

সংগঠনটি আমদানি পর্যায়ে উৎপাদনকারীদের জন্য আগাম কর ধাপে ধাপে বিলুপ্তি ও বাণিজ্যিক আমদানিকারকদের জন্য আগাম কর হ্রাস করার প্রস্তাব দেবে। 

সংগঠনটি বলছে, দেশের ব্যবসা-বাণিজ্য ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রিক। এই দুই অঞ্চল থেকে রাজস্ব আদায়ে চাপও বেশি। যা সামগ্রিক করজালের ভারসাম্যহীনতা নির্দেশ করে। রিটার্ন দাখিলের সংখ্যা বাড়াতে এনবিআরকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার প্রস্তাব দিয়েছে ডিসিসিআই। পাশাপাশি তারা ব্যবসায়ীদের ওপর থেকে রিটার্ন জমার প্রমাণপত্র (পিএসআর) সংগ্রহে বাধ্যবাধকতা প্রত্যাহার করার প্রস্তাব দেবে।

সেবা সংক্রান্ত উৎসে কর কর্তন হার বেশি হওয়ায় এবং তা মিনিমাম কর হিসেবে গণ্য হওয়ায় ব্যবসায়িক খরচ বাড়ছে। এ অবস্থায় বাজেট প্রস্তাবে উৎসে করের কর্তন হার যৌক্তিক করার প্রস্তাব দেবে ডিসিসিআই।

মূসক প্রস্তাবে সংগঠনটি একক মূসকহার বা ভ্যাট হার ১০ শতাংশ, অনানুষ্ঠানিক খাতের ব্যবসায়ীদের জন্য ভ্যাট এক শতাংশ করার প্রস্তাব দেবে।  

এমআর/এএস