images

অর্থনীতি

রোজার মাঝামাঝিতে এসে সবজির বাজার চড়া

নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ ২০২৫, ১১:৪৫ এএম

images

রমজানের মাসের মাঝামাঝিতে এসে চড়েছে সবজির বাজার। রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। সবচেয়ে বেশি দাম বেড়েছে বেগুন এবং করলার। অন্যান্য সবজির দামও বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা।

শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর খিলগাঁও, মালিবাগসহ বেশ কিছু এলাকায় কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। 

ব্যবসায়ীরা বলছেন, শীতকাল শেষ, শীতকালীন সবজিও শেষের দিকে। সবজির আমদানি কম, চাহিদা বেশি। তাই সবমিলিয়ে দাম একটু বাড়তি।

বাজার ঘুরে দেখা গেছে, সরবরাহ কমে যাওয়ায় শীত ও গ্রীষ্মকালীন সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। শিম বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, ফুলকপি ৫০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা পিস, প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়, চালকুমড়া ৬০ টাকা, পাকা টমেটো প্রতি কেজি ২৫ থেকে ৪০ টাকা, গাজর ৪০ থেকে ৫০ টাকা, মুলা ৬০ টাকা, পেঁয়াজের হাই (কলি) ৬০ টাকা, খিরাই ৬০ টাকা এবং শশা ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে গ্রীষ্মকালীন সবজি গোল বেগুন ১২০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, করলা ১২০ টাকা, বরবটি ১০০ টাকা কেজি, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, ধুন্দল ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, পটল ১০০ টাকা, সজনে ২০০ টাকা, ঢেড়স ১২০ টাকা, কচুর লতি ১২০ টাকা, ঝিঙে ৬০ টাকা এবং কাঁচামরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

IMG_20250314_100108

ক্রেতারা বলছেন, রোজা শুরুর আগে শীতের আবহে বাজারে সবজির দাম অন্যান্য বছরের চেয়ে কম ছিল। তবে রমজান মাস শুরু হওয়ার পর থেকেই সবজির দাম অল্প অল্প করে বাড়তে থাকে।  এতে করে বাজারে হিমশিম খাচ্ছেন তারা।

শাহজাহানপুরের বাসিন্দা তৌহিদ আলম ঢাকা মেইলকে বলেন, গত মাসে সব ধরনের সবজির দাম স্বাভাবিক ছিলো। কিন্তু রমজান মাস আসার পরে দাম বৃদ্ধি করা হয়েছে। এখন বাধ্য হয়ে আমাদের বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে। কিছু সবজির দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। রমজান মাস এলে ব্যবসায়ীরা সব জিনিসের দাম বাড়িয়ে দেয়। এসব দেখার যেন কেউ নেই। 

খিলগাঁও বাজারের ব্যবসায়ী মো. সাজ্জাদ বলেন, সবজির সরবরাহ কম থাকায় আমাদের বাড়তি দাম দিয়ে কিনে আনতে হচ্ছে। তাই বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হয়। রমজানের পূর্বে সবজির দাম কম থাকলেও এখন অধিকাংশ সবজির দাম বাড়তি বলে জানান তিনি। 

খিলগাঁও বাজারে আরেক ব্যবসায়ী মোহাম্মদ সাগর বলেন, শীতের মৌসুমে সবজির আমদানি বেশি থাকায় দাম কম থাকে। তবে এখন শীত চলে যাওয়ায় সবজির সরবরাহ কমেছে। এ কারণে সবজির দাম একটু বাড়তি। আড়ত থেকে বেশি দামে সবজি আনতে হচ্ছে। তাই আমাদেরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।

মালিবাগ ও শাজাহানপুরের কাঁচাবাজরের ব্যবসায়ীরাও একই কথা বলছেন। শীত চলে যাওয়ায় সরবরাহ কমেছে। তাই সবজির দাম এখন বাড়তি।

এমই/ইএ