images

অর্থনীতি

বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে যা আছে বাজেটে

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৯ জুন ২০২২, ০৪:৪৪ পিএম

মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য, স্মৃতি সংরক্ষণ এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। 

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে এমন তথ্য উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ২০২১-২২ অর্থবছর হতে সকল শ্রেণির বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা ন্যূনতম ২০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ও সমর্থিত তালিকা প্রস্তুত করা হয়েছে। এছাড়া, বীর মুক্তিযোদ্ধাদের পরিচিতি নিশ্চিতকল্পে তাদের অনুকূলে স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদপত্র প্রদান কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে দেশের সকল জেলা-উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

এআইএম/ একেবি