images

অর্থনীতি

বুধবার থেকে সারাদেশে টিসিবির পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ ২০২৫, ০৭:২৩ এএম

images

পবিত্র রমজান উপলক্ষে দেশের নিম্নআয়ের মানুষের জন্য ৫ মার্চ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন রোববার (২ মার্চ) জেলা প্রশাসকদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এই কার্যক্রম আগামী বুধবার থেকে ৬৪ জেলায় ট্রাকসেলের মাধ্যমে শুরু হবে।

এছাড়া, তিনি বলেন, ইতোমধ্যে ৬টি জেলায় ট্রাকসেল কার্যক্রম শুরু হয়েছে এবং নতুন করে ৫৬টি জেলায় এই বিক্রয় কার্যক্রম যুক্ত হবে। তাদের লক্ষ্য হচ্ছে, এক কোটি প্রান্তিক জনগণের কাছে টিসিবির পণ্য পৌঁছে দেওয়া।

বাণিজ্য উপদেষ্টা আরও জানান, ৫৭ লাখ উপকারভোগী স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য পাবেন। যারা এখনও স্মার্ট কার্ড গ্রহণ করতে পারেননি, তাদেরও তালিকায় নাম থাকলে পণ্য দেওয়া হবে। মার্চের ১৭ তারিখের মধ্যে সকল উপকারভোগীকে স্মার্ট কার্ড পৌঁছে দেওয়ার জন্য জেলা প্রশাসকদের আহ্বান জানান তিনি।

এ সময় তিনি জেলা প্রশাসকদেরকে মজুতদারি প্রতিরোধের আহ্বান জানিয়ে বলেন, রমজানে যেন কেউ বাজারে অতিরিক্ত মজুত না করে এবং ভোক্তারা যেন একসঙ্গে পুরো মাস বা সাত দিনের পণ্য না কিনে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এতে সরবরাহ সংকট সৃষ্টি হতে পারে, যার ফলে দাম বেড়ে যেতে পারে।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, কারো প্রতি অন্যায় হবে না, তবে কেউ যদি অন্যায় করে, তাকে ছাড় দেওয়া হবে না।’

ভার্চুয়াল সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান, টিসিবির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।

এইউ