images

অর্থনীতি

৬ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

০৫ জানুয়ারি ২০২৫, ০৪:৩০ পিএম

আলোচিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা চারটিসহ মোট ছয়টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৫ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক থেকে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদকে এই নির্দেশনা দেওয়া হয়। 

ছয়টি ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এসআইবিএল, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, রোববার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের চেয়ারম্যানদের বৈঠক হয়। বৈঠকে এ ব্যাংকগুলোর এমডিদের সরানোর নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন

পদ্মা ব্যাংককে একীভূত না করার সিদ্ধান্ত এক্সিম ব্যাংকের

এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ মুক্ত ৬ ব্যাংকে এলসি খোলায় শর্ত বাতিল 

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে ঋণ কেলেঙ্কারি ও নানা অনিয়মের ফলে যেসব ব্যাংক খাদের কিনারে অবস্থান করছে সেগুলোর মধ্যে এই ব্যাংকগুলোও রয়েছে। এসব ব্যাংকের কেলেঙ্কারির তথ্য উদঘাটনে শিগগিরই ‘ফরেনসিক অডিট’ চালানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক খাত সংস্কারে গঠিত টাক্সফোর্স। এরই অংশ হিসেবে ব্যাংকগুলোর এমডিকে অপসারণে সিদ্ধান্ত হয়। কারণ এসব ব্যাংকের এমডিরা আগের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সময়ে ছিলেন, তাই তাদের দায়িত্বে রেখে অডিট প্রশ্নবিদ্ধ হতে পারে। এজন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জেবি