images

অর্থনীতি

বাজার মনিটরিংয়ে গঠন হচ্ছে টাস্কফোর্স

নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর ২০২৪, ০৭:৪০ পিএম

ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় দুই মাস কেটে গেলেও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। সিন্ডিকেটের থাবায় অস্থিরতা বিরাজ করছে নিত্যপণ্যের বাজারে। এই অবস্থায় বাজার মনিটরিংয়ের জন্য টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে।  

রোববার (৬ অক্টোবর) ভেরিফায়েড ফেসবুক পেইজে এই তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদ ফেসবুকে লিখেছেন, অনেকগুলো পণ্য ডিউটি ফ্রি করার পরেও সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাজারে এর কোনো প্রভাব পড়েনি। বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া চলছে। দ্রুতই মাঠে নামবে টাস্কফোর্স।

আরও পড়ুন

‘সিন্ডিকেটে’ বাজার অস্থির, বলছেন ক্রেতা-বিক্রেতা

হঠাৎ ডিমের বাজারে আগুন, কারণ কী?

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিদিনই বাজার মনিটরিংয়ে চালানো হচ্ছে অভিযান। রোববারও রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার ও গুলশান কাঁচাবাজারে অভিযান পরিচালিত হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরও বাজার মনিটরিং অব্যাহত রেখেছে।

জেবি