নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৯ পিএম
বাজারে বড় ও দেশীয় জাতের মাছের দাম বেশ চড়া। তবে সে তুলনায় দাম কম সামুদ্রিক ছোট আকারের মাছের। ফলে চাহিদাও বেশি ভালো।
মাছের বাজারের শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালের তথ্য বলছে, সপ্তাহের ছুটির দিনেও মাংস নয়, বরং মাছের প্রতিই ঝুঁকছেন ক্রেতাদের একাংশ। আয়-ব্যয়ের মাঝে সমন্বয় রাখতে কম দামের মাছই ভরসা অনেকের।
নগরীর বাজার দরের তথ্য বলছে, বাজারভেদে পণ্যের দাম কম-বেশি হচ্ছে। তুলনামূলক কম আয়ের মানুষের বসবাস, এমন বাজারে কম দামি পণ্যের দেখা বেশি মেলে।
সেদিক থেকে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান হাজী জয়নাল আবেদীন বাজার, নবোদয় হাউজিং বাজার, বেড়িবাঁধ হোসেন মার্কেটে কম দামের মাছের চাহিদা বেশি।

বাজারে ছোট আকারের চাপিলা মাছ বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকা কেজি দরে। সাগরের ছোট বাইন মাছ ২৪০ টাকা কেজি। সাগরের ছোট ঢেলা ২০০ টাকা। সাগরের ছোট পুটি ১৬০ টাকা। সাগরের ছোট লাল পোয়া ২৪০ টাকা কেজি। মাঝারি আকারের সামুদ্রিক পোয়া ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাগরের রিটা মাছের কেজি ২০০ টাকা। লইট্যা ১৪০ টাকা কেজি। সুরমা মাছের কেজি ২৫০ টাকা।
সামুদ্রিক মাছ ছাড়াও বাজারে দেশি জাতের মাছের দেখা মিলেছে। সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পাঙ্গাশ মাছ। কেজি ১৫০ থেকে ১৬০ টাকা। তবে জীবিত এই মাছ নগরির তুলনামূলক উন্নত এলাকায় ১৬০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়ার তথ্য পাওয়া গেছে।
এছাড়া বাজারে তেলাপিয়া ২২০ টাকা কেজি, গুড়ো কাঁচকি মাছ ৩৯০ টাকা, বাইন ৬০০ টাকা কেজি, চাষের কৈ মাছের কেজি ২২০ টাকা। ছোট আকারের রুই মাছ মিলছে ২৪০ টাকায়। তবে আকারে বড় কৈ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি দরে।
কারই/এএস