images

অর্থনীতি

খাদ্য মূল্যস্ফীতি ১১ ছুঁইছুঁই, শহর-গ্রামে পার্থক্য নেই পণ্যমূল্যের

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৩ জুন ২০২৪, ০৭:৪১ পিএম

কোনোভাবেই জীবনযাত্রার ব্যয়ের লাগাম টানা যাচ্ছে না। অব্যাহতভাবে বেড়ে চলছে মূল্যস্ফীতির হার। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি ক্রমেই বাড়ছে। ফলে বাড়ছে মানুষের কষ্ট। মে মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৯.৯৮ শতাংশ, আগের মাস এপ্রিয়ে যা ছিল ৯.৭৪ শতাংশ। মূল্যস্ফীতির এই হার গত ১১ বছরের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে খাদ্য মূল্যস্ফীতির হার বেড়ে এখন হয়েছে ১০.৭৬ শতাংশ। এপ্রিলে যা ছিল ১০.২২ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত হালনাগাদ তথ্য থেকে এসব বিষয় জানা গেছে। সোমবার (৩ জুন) এই তথ্য বিবিএস তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, গ্রাম ও শহর সবখানের মানুষকে চড়া দামে খাদ্যসামগ্রী কিনতে হচ্ছে। শহরের সঙ্গে গ্রামের পণ্যমূল্যের পার্থক্য নেই। দেশের মূল্যস্ফীতির হারের নিচে পিষ্ট মজুরি হারও। মে মাসে এই মজুরি সূচক হলো ৭.৮৮ শতাংশ। পয়েন্ট টু পয়েন্টে জাতীয় মূল্যস্ফীতির হার খাদ্যখাতে ১০ দশমিক ৭৬ শতাংশ। এপ্রিলে ছিল ১০ দশমিক ২২ শতাংশ। আর গত ২০২৩ সালের মে মাসে ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। খাদ্যবহির্ভূত খাতে এই হার মে মাসে কমে হয়েছে ৯ দশমিক ১৯ শতাংশ। এপ্রিলে ছিল ৯ দশমিক ৩৪ শতাংশ।

আরও পড়ুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে না পারা সরকারের বড় ব্যর্থতা: সিপিডি

সদ্য বিদায়ী মে মাসে গ্রামে সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশে। যা এপ্রিল মাসে ছিল ৯ দশমিক ৯২ শতাংশ। এমনকি গত বছরের মে মাসেও ছিল ৯ দশমিক ৮৪ শতাশং।

খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৭৬ শতাংশে। গত এপ্রিলে ছিল ১০ দশমিক ২৫ শতাংশ। আগের বছর একই সময়ে ছিল ৯ দশমিক ৩২ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩১ শতাংশে, যা এপ্রিল মাসে ছিল ৯ দশমিক ৬০ শতাংশ।

আর শহরে সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৭২ শতাংশে, যা এপ্রিলে ছিল ৯ দশমিক ৪৬ শতাংশ। গত বছর মে মাসে ছিল ৯ দশমিক ৯৮ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৮৬ শতাংশে, যা এপ্রিলে ছিল ১০ দশমিক ১৯ শতাংশ। ২০২৩ সালের মে মাসে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ।

আরও পড়ুন

শত চেষ্টায়ও বাড়ছে না রিজার্ভ, কমছে না মূল্যস্ফীতি

খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতির হার কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৩ শতাংশে। যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ০১ শতাংশ।

পরিসংখ্যান ব্যুরো বলছে, গত এক বছরের (জুন ২০২৩ থেকে মে ২০২৪ পর্যন্ত) চলন্ত গড় মূল্যস্ফীতি নিরূপিত হয়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ। পূর্ববর্তী একই সময়ে (জুন ২০২২ থেকে মে ২০২৩ পর্যন্ত) চলন্ত গড় মূল্যস্ফীতি ছিল শতকরা ৮.৮৪ ভাগ। এটি অনেক বেড়েছে। সারাদেশের ৬৪টি জেলার ১৫৪টি হাট-বাজার হতে নির্ধারিত সময়ে তথ্য-উপাত্ত সংগ্রহপূর্বক অনলাইনে ও জরুরি ডাক/কুরিয়ার/বাহক এর মাধ্যমে মূল্য ও মজুরি শাখায় প্রেরণ করা হয়েছে। উক্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মে ২০২৪ মাসের বর্ণিত সূচকসমূহ প্রস্তুত করা হয়েছে। মে ২০২৪ মাসে জাতীয় পর্যায়ে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি নিরুপিত হয়েছে শতকরা ৯.৮৯ ভাগ।

বিইউ/এমআর