images

অর্থনীতি

৫ ইলেক্ট্রোলাইট ড্রিংকস কোম্পানির মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক

১৪ মে ২০২৪, ০১:২৩ পিএম

বাজারে বিক্রি হয় এমন পাঁচ কোম্পানির ইলেক্ট্রোলাইট ড্রিংকস মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে আগামী ৫, ৬ এবং ৯ জুন আদালতে উপস্থিত হয়ে কোম্পানিগুলোর মালিকপক্ষকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।

মঙ্গলবার (১৪ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিরাপদ খাদ্য আদালতের বিচারক আলাউল কবীর এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

আরও পড়ুন
পাঁচ কোম্পানির ইলেক্ট্রোলাইট ড্রিংকস নিষিদ্ধ চেয়ে মামলা

এর আগে সকালে ডিএসসিসির নিরাপদ খাদ্য আদালতের বিচারক আলাউল কবীরের আদালতে মামলাটি করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন।

জানা গেছে, মামলায় এসএমসি প্লাস, প্রাণের এক্টিভ, ব্রুভানা, রিচার্জ ও টারবো— এসব ড্রিংকসের নাম উল্লেখ করা হয়েছে। 

ড্রিংকসগুলো কোনোটির অনুমোদন নেই জানিয়ে কামরুল হোসেন বলেন, ওষুধ প্রশাসনও বলতে পারে না; এগুলো ওষুধ নাকি ড্রিংকস। এগুলোর আবার বিজ্ঞাপনও চলছে। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী যা অপরাধ। আমরা বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে বললেও কোনো কোম্পানি শোনেনি। কাজেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

এইউ