images

অর্থনীতি

চাহিদা কমলেও কমেনি গরুর মাংসের দাম

নিজস্ব প্রতিবেদক

২৬ এপ্রিল ২০২৪, ১২:০১ পিএম

তীব্র গরমে অস্বস্তি দেশ জুড়ে। তাই চাহিদা কমেছে গরুর মাংসের। তবুও দাম কমেনি। বিক্রি হচ্ছে আগের দামেই।

শুক্রবার (২৬ এপিল) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের মাংসের বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি দরে।

এক সপ্তাহ আগেই একই দামে বিক্রি হয়েছে গরুর মাংস।

মোহাম্মদপুর কৃষি মার্কেটের মাংস বিক্রেতা মো. আশরাফ ঢাকা মেইলকে জানান, চলতি মাসের শুরুতে গরুর মাংসের কেজি ছিল ৮৫০ টাকা। সেখান থেকে প্রথমে ৮০০ টাকা এবং পরে তা ৭৫০ টাকায় নেমে আসে।

গত দুই সপ্তাহ ধরেই গরুর মাংসের দাম ৭৫০ টাকা। এই দাম আর কমার সম্ভাবনা নেই বলেও জানান এই বিক্রেতা।

এদিকে, মোহাম্মদপুরেরই ঢাকা উদ্যান এলাকার হাজী জয়নাল আবেদিন বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে।

মমিনুর রহমান নামের একজন ক্রেতা ঢাকা মেইলকে বলেন, ‘গরুর মাংসের দাম নিয়ে নাটক তো কম হচ্ছে না। এটার একটা সমাধান করা দরকার। বাজারে পণ্য সহজলভ্য করার পাশাপাশি দামটাও নিয়ন্ত্রণ করতে হবে।’

বিভিন্ন সূত্রে জানা গেছে, দেশের গরুর মাংসের বাজার নিয়ে মাংস ব্যবসায়ী ও খামার মালিকদের মধ্যে দূরত্ব রয়েছে। বিক্রি বাড়াতে কম দামে গরুর মাংস বিক্রি করতে চান মাংস ব্যবসায়ীরা। অপরদিকে লাভের পাল্লা ভারি করতে কম দামে গরু বিক্রি করতে অনাগ্রহী খামার মালিকরা।

কারই/এমএইচটি