images

অর্থনীতি

কেজিতে ১০ টাকা বেড়েছে আলুর দাম

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ ২০২৪, ১২:৪২ পিএম

রাজধানীর বাজারে একদিনের ব্যবধানে আলুর দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। বৃহস্পতিবার সকালেও ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে আলু।

শুক্রবার (১৫ মার্চ) সকালে রাজধানীর মোহাম্মদপুরের বাজারে প্রতি কেজি আলু ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার হাজী জয়নাল আবেদিন বাজারের আলু বিক্রেতা মো. ইসমাইল হোসেনের দাবি, ৩২ টাকা কেজি দরে তিনি নিজেই কিনেছেন। তিনি বলেন, ‘ঘর থেকে কেনা ৩২ টাকা। এরপর আড়তের খরচ আছে, লেবার আছে, গাড়ি ভাড়া আছে। ৩২ টাকায় যে আলু কিনছি, সেখান থেকে ছোটগুলো আলাদা করছি। ওইটা আবার ৩০ টাকায় বিক্রি করি।’

potato2
ছবি: ঢাকা মেইল

ইসমাইল হোসেন বলেন, ‘দাম আমরা ঠিক করি না ভাই। আমরা আমাদের মতোই আছি। আসল খেলা অন্য কেউ খেলে।’

একই দাম শিয়া মসজিদ বাজার, নবোদয় বাজার, কৃষি মার্কেট ও টাউন হলেও। শুধু মোহাম্মদপুর নয়। মিরপুর মাজার রোড, কালশি বাজারেও এই দামে বিক্রি হচ্ছে আলু।

আলু বিক্রেতারা জানান, গতকাল বিকেল থেকে বাড়তি দাম কার্যকর হয়েছে।

এদিকে গোল আলুর পাশাপাশি বেড়েছে লাল আলুর দামও। বর্তমানে বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজি দরে, যা গত সপ্তাহেও ছিল ৪০ টাকা।

তবে আলুর দাম বাড়লেও পেঁয়াজ আগের দামেই বিক্রি হতে দেখা গেছে। বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

কারই/এমএইচটি