জ্যেষ্ঠ প্রতিবেদক
২১ জানুয়ারি ২০২৪, ০৩:৫৯ পিএম
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) ২৮তম আসরের। রোববার (২১ জানুয়ারি) দুপুর ১২টা ৫ মিনিটে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাসব্যাপী চলবে এই বিশাল আয়োজন। যেখানে দেশের বড় বড় সব প্রতিষ্ঠানের পাশাপাশি অংশ নিয়েছেন বিভিন্ন দেশের ব্যবসায়ীরাও। এবারের মেলায় অন্যসব আয়োজনের বাইরে বাড়তি আকর্ষণ হিসেবে যোগ হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বরের বাড়ি!
রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, মেলার বঙ্গবন্ধু প্যাভিলিনটি তৈরি করা হয়েছে ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়ির আদলে। দোতলা বাড়িতে ফুটিয়ে তোলা হয়েছে বঙ্গবন্ধুর ছবি, রচিত গ্রন্থ ও কর্মকাণ্ডের ইতিহাস দিয়ে। এর আগে মেলায় বঙ্গবন্ধু প্যাভিলিয়ন থাকলেও এবারই প্রথম ৩২ নম্বরের বাড়ির আদলে করা হয়েছে বলে জানান আয়োজকরা।
পূর্বাচলের বাণিজ্য মেলার জন্য স্থায়ীভাবে গড়ে তোলা স্থায়ী ভেন্যুতে প্রবেশপথের সামনে গেলেই চোখে পড়বে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন। এই প্যাভিলিয়নে বঙ্গবন্ধুর জীবনীর ওপর বই রয়েছে।
আরও পড়ুন
এর আগে শনিবার দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বরাবরের মতো এবারও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মূল আকর্ষণ বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ, স্বাধীনতা সংগ্রাম, উন্নত শিল্প সমৃদ্ধ-সোনার বাংলা বিনির্মাণে তার অবদান ও ভাবনা নিয়ে অর্থপূর্ণভাবে নির্মাণ করা হয়েছে।

আরও বলা হয়, জাতির পিতার অবদান ও ভাবনা, দেশের উন্নয়ন, বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ, স্বাধীনতা সংগ্রাম ইত্যাদিকে প্রক্ষেপণ করে এবারের বঙ্গবন্ধু প্যাভিলিয়নকে অধিকতর নান্দনিক, ভাবগাম্ভীর্য ও অর্থপূর্ণভাবে নির্মাণ করা হয়েছে।
বঙ্গবন্ধু প্যাভিলিয়নে রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও আদর্শের বিভিন্ন দিক ছাড়াও যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নেওয়ার প্রকৃত ইতিহাস সবার কাছে বিশেষ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস।
এছাড়া বঙ্গবন্ধু প্যাভিলিয়নের ভেতরে তার জীবন ও কর্মভিত্তিক বিভিন্ন আলোকচিত্র প্রদর্শন ছাড়াও এ সম্পর্কিত পুস্তকাদি এবং তার জীবন ও কর্মভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন আয়োজকরা।
বিইউ/জেবি