images

অর্থনীতি

বাজারে সিন্ডিকেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বললেন, ‘বাণিজ্যমন্ত্রীকে ধরছি’

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট ২০২৩, ০৫:২১ পিএম

'সিন্ডিকেটের বিরুদ্ধে হাত দেওয়া যাবে না' বাণিজ্যমন্ত্রীর এমন মন্তব্যের বিষয়ে জেনে বিস্মিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, 'কে বলেছে এই কথা? আমি বাণিজ্যমন্ত্রীকে ধরছি।'

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। দক্ষিণ আফ্রিকায় ১৫তম ব্রিকস সামিটে যোগদান সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল ইসলাম বাজারের অবস্থা তুলে ধরে এর জন্য সিন্ডিকেটকে দায়ী করেন। তিনি এ ব্যাপারে বাণিজ্যমন্ত্রীর বক্তব্য ‘সিন্ডিকেটের বিরুদ্ধে হাত দেওয়া যাবে’ উদ্ধৃত করেন।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'সিন্ডিকেট ভাঙা যাবে না কেন?' এ সময় তিনি জানান, এ ব্যাপারে তিনি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে কথা বলবেন বলেও জানান।

শেখ হাসিনা বলেন, 'এটা কিন্তু যুগ যুগ ধরে। আমরা ছোটবেলায় দেখেছি, নতুন শিম উঠলে কে কত দামে কিনতে পারে। আবার কয়েক দিন পর কমে যেত।'

এ সময় প্রধানমন্ত্রী জনগণকে যার যার অবস্থান থেকে কিছু না কিছু উৎপাদন করার আহ্বান জানান। উৎপাদন বাড়াতে পারলে সিন্ডিকেট এমনিতেই শেষ হয়ে যাবে বলে মনে করেন সরকারপ্রধান।

কারই/জেবি