images

সারাদেশ

টিপ নিয়ে আপত্তিকর পোস্ট, সেই পুলিশ কর্মকর্তাকে রংপুরে বদলি

জেলা প্রতিনিধি

০৬ এপ্রিল ২০২২, ০৮:১৬ এএম

ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ায় সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক লিয়াকত আলীকে প্রত্যাহারের পর এবার তাকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) পুলিশের এআইজি শাহজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে পরিদর্শক লিয়াকত আলীকে রংপুর রেঞ্জে বদলি করা হয়।

আদেশে বলা হয়, উল্লিখিত পুলিশ পরিদর্শক বদলি করা কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে আগামী ০৬/০৪/২০২২ তারিখের মধ্যে ছাড়পত্র গ্রহণ করবেন। অন্যথায় ০৭/০৪/২০২২ তারিখ হতে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য হবেন। তবে কর্মরত /বদলি করা ইউনিট কোনো নির্বাচনের আওতাভূক্ত হলে এ বদলির আদেশ নির্বাচনি বিধিমালা অনুযায়ী কার্যকর হবে।

প্রসঙ্গত, ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক লিয়াকত আলীকে সোমবার (৪ এপ্রিল) রাতে ক্লোজড করে সিলেট জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, টিপ পরায় শনিবার (২ এপ্রিল) রাজধানীতে হেনস্তার শিকার হন তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক ড. লতা সমাদ্দার। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবল নাজমুল তারেককে সোমবার বরখাস্ত করা হয়।

আরও পড়ুন: টিপ নিয়ে আপত্তিকর পোস্ট, সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

 

টিবি