images

সারাদেশ

দুর্ঘটনার সময় ট্রাকের ড্রাইভার ঘুমিয়েছিলেন

জেলা প্রতিনিধি

০৭ জুন ২০২৩, ০১:৫০ পিএম

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘর্ষের সময় ট্রাকের ড্রাইভার ঘুমিয়েছিলেন। ট্রাকটি ডানদিকে এসে পিক-আপকে ধাক্কা দেয় বলে জানিয়েছেন দুর্ঘটনায় আহত নির্মাণ শ্রমিক পল্লব আহমদ (২৫)। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থা আছেন।

বুধবার (৭ মে) ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকার কুতুবপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪ জন।

দুর্ঘটনায় আহত  নির্মাণশ্রমিক পল্লব আহমদ (২৫) এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুর্ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘ঢাকার দিক থেকে আসা ট্রাকটি যখন ডান পাশে এসে আমাদের পিকআপটিকে ধাক্কা দেয়, তখন খুব জোরে শব্দ হয়েছিল। ট্রাকটি দ্রুতবেগে আসছিল। মনে হয়, চালক ঘুমিয়ে গিয়েছিলেন। ধাক্কা খেয়ে আমাদের পিকআপটি উল্টে যায়। আমি মাথায় আঘাত পাই। এরপর আর কিছু মনে নেই।’

পল্লব সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়ার বাসিন্দা। বর্তমানে তিনি সিলেট নগরের সাপ্লাই এলাকায় থাকেন।

প্রতিনিধি/একেবি